ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

জুনে বিদেশি দাতা সংস্থা থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ: গভর্নর

অর্থনৈতিক রিপোর্টার

(৩ দিন আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

জুন শেষে আইএমএফসহ ৬টি দাতা সংস্থা থেকে ৩ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

ড. আহসান এইচ মনসুর বলেন, এ ক্ষেত্রে আইএমএফ দেবে ১৩০ কোটি ডলার। বাকি ২২০ কোটি ডলার আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি ও ওপেক থেকে। আগামী জুনে আইএমএফের ২ কিস্তি পাওয়া যাবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

এর আগে ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে রপ্তানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন।

গভর্নর বলেন, বাজারভিত্তিক করা মানেই যে কোনো দরে কিনবে তেমন না। এখন যে দরে বেচাকেনা হচ্ছে তার আশপাশেই থাকবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, বাজারে একটা ডলারো বিক্রি করিনি গত ৯ মাসে। বিবি থেকে কোন হস্তক্ষেপ করা হয়নি ফরেক্স মার্কেটে। উলটো কিনেছি রিজার্ভ বাড়াতে। এজন্য আমরা মনে করি আগামীতে হস্তক্ষেপের প্রয়োজন হবে না। বাজারভিত্তিক করতে পারবো। ব্যাংকারদের জানিয়ে দিয়েছি, সিদ্ধান্ত।

বড় প্রয়োজন হলে ইন্টারভেনশনের জন্য প্রস্তুত আছি। বড় পেমেন্ট প্রয়োজন হলে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ডলার নিয়ে পরিশোধ করতে পারবে। 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status