বিনোদন
বিশ্বাসে ফাটল
বিনোদন ডেস্ক
১৭ মে ২০২৫, শনিবার
গত কয়েক মাস ধরে গোবিন্দ এবং সুনীতার বিচ্ছেদের খবর সর্বত্র। সুনীতা বারবার সেই খবর অস্বীকার করলেও সম্প্রতি তিনি বলেন, আমি গোবিন্দকে বিশ্বাস করেছিলাম, এখন আর করি না। একজন বীরের স্ত্রী হতে হলে হৃদয়ে পাথর রাখতে হবে। তিনি বেশির ভাগ সময় তার নায়িকাদের সঙ্গে কাটান, স্ত্রীর সঙ্গে নয়। তবে, গোবিন্দকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি এবং সব সময়ই ভালোবাসবো।