বিনোদন
ঢাকায় লালন সংগীত সম্মিলনী
স্টাফ রিপোর্টার
১৭ মে ২০২৫, শনিবার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা মা আনন্দময়ী আশ্রমে তিনদিনব্যাপী ‘লালন সংগীত সম্মিলনী’ শুরু হয় বৃহস্পতিবার সকালে। বাংলার ভাব আন্দোলনের প্রাণপুরুষ ফকির লালন শাহের ২৫১তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদ্যাপন উপলক্ষে লালন বিশ্ব সংঘ এ সম্মিলনী আয়োজন করেছে। বৃহস্পতিবার বিকালে সাধকশিল্পী সুনীল কর্মকার এ সম্মিলনী উদ্বোধন করেন। আজ শেষ হচ্ছে এ সম্মিলনী।