ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধা কোথায় প্রশ্ন নজরুলের

১৭ মে ২০২৫, শনিবার
mzamin

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে বাধাটা কোথায়? এমন প্রশ্ন রেখেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি’র প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শোষণমুক্ত সমাজ গঠনে মাওলানা আবদুল মতীনের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন রাখেন।

নজরুল ইসলাম খান বলেন, ঐকমত্য কমিশনের যিনি দায়িত্বে আছেন, অধ্যাপক আলী রীয়াজ সাহেব তিনি বলেছেন যে, মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাক্রমে তারা একটা জায়গায় পৌঁছাতে পারবেন, যেখানে বোঝা যাবে যে- কোন কোন সংস্কার প্রস্তাবে সবগুলো রাজনৈতিক দল একমত, কোন কোন সংস্কারের প্রস্তাবে রাজনৈতিক দলের ভিন্নমত আছে, এটা আমরা বুঝে ফেলতে পারবো। মে মাসের মধ্যে বুঝে ফেলতে পারলে, জুন মাসের মধ্যে এই কাজটা কি সম্ভব না, যেসব প্রস্তাব সবাই আমরা একমত সেটা একত্র কইরা একটা সনদ তৈরি কইরা সবাই সেখানে স্বাক্ষর করলাম এবং সবাই একমত হলাম যে, সংস্কারগুলো অবিলম্বে কার্যকর করা হোক।

তিনি বলেন, আইনের মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে, সেটা এখনই হবে। যেটা সংবিধানে পরিবর্তনের প্রয়োজন হবে, সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে দস্তখত করে দিলাম আমরা এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ চলবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যে সম্ভব হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়?

বিএনপি’র এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কারও গোছানোর সময় দরকার? কারও বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার? সেজন্য জনগণের ভোট দেয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। এটা তো হতে পারে না। আমরা মনে করি, আমরা যে দাবি করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা অত্যন্ত যৌক্তিক এবং এর বিরুদ্ধে যৌক্তিক কোনো প্রস্তাব বা কোনো বক্তব্য কেউ হাজির করতে পারে নাই। সেজন্য আবার বলছি, এদেশের নানা ধরনের সমস্যা থাকে, সেটা এড্রেস করার জন্য, সেটা মোকাবিলা করার জন্য- সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবে তত ভালো।

তিনি বলেন, আমরা বলেছি, লেবার পার্টি বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি বলতে চাই, যারা এটা বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে, কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। কারণটা কি? নির্বাচন কমিশন বলেছে যে, জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই।

লেবার পার্টি’র চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মুসলিম লীগের মহাসচিব কাজী মো. আবুল খায়ের প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

যে দল এখনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে 'পরপর' এর হিসাব মেলাতে পারেনি তারা চায় নির্বাচন, হেসে বাচিনা।

Altaf Miah
১৭ মে ২০২৫, শনিবার, ৬:৪৬ অপরাহ্ন

নির্বাচন নিয়ে দেশের জনগণের মাঝে তেমন আগ্রহ নেই বলে মনে করছেন দেশের অন্তরবর্তী সরকার । যদিও রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা নির্বাচনের ব‍্যাপারে প্রায়শই তাদের মতামত জানাচ্ছেন ।রাজনৈতিক নেতা-কর্মীদের প্রতি অনুরোধ দ্রুত নির্বাচন আদায়ে দেশের আম জনতাকে পক্ষভুক্ত করার কর্মসূচি ঘোষণা করুন ।

মোয়ারেফ আহমেদ
১৭ মে ২০২৫, শনিবার, ৯:২৮ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status