অনলাইন
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৯ পূর্বাহ্ন
রাজধানীর বাড্ডার আফতাব নগরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে আনসার ক্যাম্প বাজার এলাকার একটি তৃতীয় তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. মানসুরা আক্তার (৩৫), তাদের মেয়ে মোছা. তানিশা (১১), মিথিলা (৭) ও তানজিলা (৪)। সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তোফাজ্জল পেশায় দিনমজুর। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।
তাদেরকে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ বলেন, ‘গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘আফতাব নগর থেকে শিশুসহ দগ্ধ একই পরিবারের পাঁচ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, মানসুরার ৬৭ শতাংশ, তানজিলার ৬৬ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ ও তানিশার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।’
তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।