শেষের পাতা
ইশরাকের শপথ
আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা
ফরিদ উদ্দিন আহমেদ
১৯ মে ২০২৫, সোমবার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নেয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগ সূত্র বলছে, মতামত দেয়ার জন্য ফাইলের কাজ হচ্ছে। ফাইলটি সংশ্লিষ্ট দপ্তরের একজন উপ-সচিবের টেবিলে রয়েছে। গতকাল পর্যন্ত চূড়ান্ত মতামত তৈরি হয়নি। সূত্র বলছে, আইন উপদেষ্টা দেশের বাইরে থাকায় মতামত দিতে বিলম্বও হতে পারে।
এদিকে এ সংক্রান্ত চিঠির বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন মানবজমিনকে বলেন, ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। কিন্তু এখনো মতামত পাওয়া যায়নি।
১৫ই মে স্থানীয় সরকার বিভাগের ‘মতামত প্রদান সংক্রান্ত’ শিরোনামে পত্রটি আইন ও বিচার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, ‘ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, ১ম আদালত, ঢাকা এ দায়েরকৃত নির্বাচনী মামলা নং-১৫/২০২০ এর গত ২৭শে মার্চের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল দায়ের না করার সিদ্ধান্ত ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ৬ বিবেচনাক্রমে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা আছে কিনা, এ বিষয়ে মতামত প্রদানের জন্য আইন ও বিচার বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে।’ এতে আরও বলা হয়, ‘নির্বাচনী ট্রাইব্যুনালের মামলাটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষভুক্ত বিবাদী হলেও কমিশন প্রতিদ্বন্দ্বিতা না করায় মামলাটিতে এক তরফাসূত্রে রায় প্রদান, আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে না নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়, এ রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট এ রিট পিটিশন (নং-৮১৩৭/২০২৫) দাখিল, বরিশাল সিটি করপোরেশনের জনৈক পরাজিত মেয়র প্রার্থীর অনুরূপ আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে খারিজ, সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনের পরে মেয়াদকাল সংক্রান্ত জটিলতা নিরসনে আইনগত বাধা রয়েছে কিনা জানতে স্থানীয় সরকার বিভাগ পত্রটি প্রেরণ করেছে।’
ওদিকে ইশরাক হোসেনকে শপথ দেয়ার দাবিতে টানা চারদিন ধরে আন্দোলন করছেন তার কর্মী- সমর্থকরা। এতে সিটি করপোরেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ দিনের মতো রোববার নগর ভবনের সামনে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আন্দোলনে স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম ব্যাহত হওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তী আইনানুগ ও দাপ্তরিক করণীয় ঠিক করবে মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৮১৩৭/২০২৫ মামলার রায়ের আদেশ প্রাপ্তি, উক্ত আদেশে অত্র মন্ত্রণালয়ের প্রতি কোনো নির্দেশনা থাকলে তার প্রতিপালন কিংবা সুনির্দিষ্ট আইনানুগ পদ্ধতি অনুসরণক্রমে এবং মেয়াদ সংক্রান্ত জটিলতা নিরসন ও আইন মন্ত্রণালয়ের মতামত প্রাপ্তির পর। শপথ নিয়ে উচ্চ আদালতে দায়ের করা এই রিট নিয়েও সন্দেহ করছেন ইশরাকের সমর্থকরা। তারা বলছেন, শপথ আটকে রাখতে যারা চেষ্টা করছে তারাই এই রিট করিয়েছে।