ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিবিধ

মৎস্য অধিদপ্তর কর্তৃক সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের অবহিতকরণ সভা

(১ মাস আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১০:১৩ পূর্বাহ্ন

মৎস্য অধিদপ্তর কর্তৃক সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) (১ম সংশোধিত) জুলাই/২০১৮ হতে জুন/২০২৫ মেয়াদে বাস্তবায়নাধীন রয়েছে।  
এই প্রকল্পের আওতাধীন চারটি উপ-প্রকল্প: চকরিয়ায় অবস্থিত সরকারি চিংড়ি এস্টেট; চট্টগ্রাম বিএফডিসির উন্নয়নমূলক কার্যক্রম; বিএমসি স্থাপন; এবং খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার অন্তর্গত নির্বাচিত ১৮টি খালের পলি অপসারণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নকালে প্রকল্প প্রভাবিত এলাকায় উদ্ভুত সম্ভাব্য পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব নিরূপণের জন্য সরকারি ট্রাস্ট ও বুদ্ধিবৃত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-কে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত করেছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ক একটি প্রতিবেদন প্রস্তুত করেছে।
এই মর্মে সমীক্ষার অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও জনগনকে সমীক্ষার ফলাফল জানানো এবং এই বিষয়ে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদানের লক্ষ্যে আগামী ২০ জুন, ২০২৫ ইং, রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে তাদের সুচিন্তিত মতামত প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। (বিজ্ঞপ্তি)


 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদ/ সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status