বিবিধ
মৎস্য অধিদপ্তর কর্তৃক সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের অবহিতকরণ সভা
(১ মাস আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১০:১৩ পূর্বাহ্ন
মৎস্য অধিদপ্তর কর্তৃক সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) (১ম সংশোধিত) জুলাই/২০১৮ হতে জুন/২০২৫ মেয়াদে বাস্তবায়নাধীন রয়েছে।
এই প্রকল্পের আওতাধীন চারটি উপ-প্রকল্প: চকরিয়ায় অবস্থিত সরকারি চিংড়ি এস্টেট; চট্টগ্রাম বিএফডিসির উন্নয়নমূলক কার্যক্রম; বিএমসি স্থাপন; এবং খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার অন্তর্গত নির্বাচিত ১৮টি খালের পলি অপসারণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নকালে প্রকল্প প্রভাবিত এলাকায় উদ্ভুত সম্ভাব্য পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব নিরূপণের জন্য সরকারি ট্রাস্ট ও বুদ্ধিবৃত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-কে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত করেছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ক একটি প্রতিবেদন প্রস্তুত করেছে।
এই মর্মে সমীক্ষার অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও জনগনকে সমীক্ষার ফলাফল জানানো এবং এই বিষয়ে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদানের লক্ষ্যে আগামী ২০ জুন, ২০২৫ ইং, রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে তাদের সুচিন্তিত মতামত প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। (বিজ্ঞপ্তি)