ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ইতিহাস গড়ে এভারেস্ট জয় শাকিলের

স্টাফ রিপোর্টার
২০ মে ২০২৫, মঙ্গলবার
mzamin

৮৩ দিন আগে কক্সবাজারের ইনানি থেকে হাঁটা শুরু করেন বাংলাদেশি তরুণ ইকরামুল হাসান শাকিল। ৮৪তম দিনে তিনি জয় করেন এভারেস্ট। সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন অদম্য এই তরুণ। 

সোমবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল। তার ফেসবুক পেজে বেলা ২টা ১০ মিনিটে এক স্ট্যাটাসে তার অভিযানের সমন্বয়করা এ খবর নিশ্চিত করেন। তারা জানান, এইমাত্র খবর পেলাম, শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে।

ইকরামুল হাসান এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’। অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। সেই লক্ষ্যেই গত ২৫শে ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্রসৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। ১২ দিন পর শাকিল ঢাকায় পৌঁছান। এরপর কয়েকদিন বিরতি দিয়ে আবার হাঁটা শুরু করে ২৮শে মার্চ পঞ্চগড়ে পৌঁছান। পরদিন ভারতে প্রবেশ করেন। এরপর জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে ৩১শে মার্চ নেপাল পৌঁছান। এভাবে ১ হাজার ৪০০ কিলোমিটারের বেশি পথ হেঁটে গত ২৯শে এপ্রিল এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান ইকরামুল। বিভিন্ন বেজক্যাম্প পেরিয়ে এভারেস্ট জয় করেন তিনি। 

এর আগে, ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে পদযাত্রায় ১২শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৯৬ দিনে এভারেস্ট জয় করেছিলেন। তার চেয়ে আরও একশ’ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে এবং সপ্তাহখানেক কম সময়ে এভারেস্ট জয় করেছেন শাকিল। ম্যাকার্টনি রেকর্ড গড়েছিলেন ৩৪ বছর বয়সে। শাকিল সেটা করে দেখালেন ৩১ বছর বয়সে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status