ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিবিধ

হাউজ অব বাটারফ্লাই উন্মোচন করলো এলজি ব্র্যান্ডের তিনটি নতুন প্রিমিয়াম সাইড বাই সাইড রেফ্রিজারেটর

(১ মাস আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৪:০০ অপরাহ্ন

mzamin

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান হাউজ অব বাটারফ্লাই নিয়ে এলো বিশ্বখ্যাত কোরিয়ান টেকনোলজির কনজুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড এলজি’র তিনটি নতুন প্রিমিয়াম সাইড বাই সাইড রেফ্রিজারেটর। রাজধানীর গুলশান-২ এ হাউজ অব বাটারফ্লাই এর শোরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তা উদ্বোধন করেন হাউজ অব বাটারফ্লাই-এর হেড অব প্রোডাক্ট এ. এস. এম মুনতাসির চৌধুরী এবং এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড ছন। 

মুনতাসির চৌধুরী বলেন, “আমরা সবসময় চেষ্টা করি গ্রাহকদের আধুনিক প্রযুক্তি ও ভালো মানের প্রোডাক্ট দিতে। এলজির সঙ্গে নতুন এই সাইড বাই সাইড রেফ্রিজারেটর লাইনআপ দেশের বাজারে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। প্রিমিয়াম এই ফ্রিজগুলো দেখতে যেমন স্টাইলিশ, ব্যবহারেও তেমনই সুবিধাজনক। আমরা ইতোমধ্যেই এই ফ্রিজের প্রি-বুকিং ক্যাম্পেইনে কাস্টমারদের ব্যাপক সাড়া পেয়েছি। শোরুমগুলোতে শীঘ্রই রেফ্রিজারেটরগুলো পাওয়া যাবে। চলমান ঈদ ক্যাম্পেইন ‘ঘর সাজবে ঈদ উৎসবে’ এর আওতায় থাকছে নতুন এই লাইনআপও যেখানে গ্রাহকরা পেয়ে যাবেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফারের সুযোগ। আশা করছি এর মাধ্যমে আমরা কাস্টমারদের প্রত্যাশা পূরণে সক্ষম হব।”  

জেরাল্ড ছন বলেন, “আধুনিক এবং স্মার্ট হোম সলিউশন গ্রাহকদের দোরগড়ায় পৌছে দিতে সচেষ্ট এলজি বাংলাদেশ। নতুন এই সাইড বাই সাইড রেফ্রিজারেটর লাইনআপ এই প্রচেষ্টারই অংশ। হাউজ অব বাটারফ্লাই-এর সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য পৌছানোর মাধ্যমে তাদের জীবন যাত্রার মানকে আরো সহজ ও উন্নত করছে।”

নতুন এই লাইনআপ উদ্ধোধনের মাধ্যমে হাউজ অব বাটারফ্লাই ও এলজি দেশের রেফ্রিজারেটর বাজারে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে আর এই ক্যাটাগরির ফ্রিজকে গ্রাহকের সাধ্যের মধ্যে নিয়ে আসাই এর মূল লক্ষ্য। এই লাইনআপে রয়েছে – ইন্সটাভিউ ডোর-ইন-ডোর সহ আরও ২টি আলাদা মডেলের সাইড বাই সাইড রেফ্রিজারেটর। প্রিমিয়াম ডিজাইন ও স্মার্ট ফিচারের সংমিশ্রণ এই ইনস্টাভিউ ডোর-ইন-ডোর রেফ্রিজারেটরে রয়েছে এলজি-র অনন্য ইন্সটাভিউ প্যানেল, যার মাধ্যমে বারবারর দরজা না খুলেই দু’বার নক করে ফ্রিজের ভিতরের অংশ দেখা যায়, যা ৪১% পর্যন্ত ঠান্ডা বাতাসের অপচয় কমিয়ে খাবার দীর্ঘ সময় সতেজ রাখে। 

নতুন এই সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর লাইন-আপে থাকা এলজি-এর লিনিয়ার কুলিং™ সিস্টেম ফল-মূল ও শাক-সবজি সাত দিন পর্যন্ত সতেজ রাখে আর ডোর কুলিং+™ প্রযুক্তি সাধারণের চেয়ে ৩৫% দ্রুত প্রতিটি কোণে সমানভাবে বাতাস প্রবাহিত করে ফ্রিজকে ঠান্ডা করে। এতে বিল্ট-ইন হাইজিন ফ্রেশ+™ প্রযুক্তি ৯৯.৯৯% পর্যন্ত ব্যাকটেরিয়া কমিয়ে সতেজতা ও স্বাদ সংরক্ষণ করে, আর ওয়াইফাই ফিচার থাকায় LG ThinQ স্মার্ট অ্যাপের মাধ্যমে খুব সহজেই রিমোট লোকেশন থেকে ফ্রিজটি অপারেট করা যায়। 

উক্ত অনুষ্টানে বাটারফ্লাই গ্রুপের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং, মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ, ডেপুটি ম্যানেজার প্রোডাক্ট, বিপুল কুমার দাস, ডেপুটি ম্যানেজার রিটেইল ম্যানেজমেন্ট, মোঃ শরীফুল ইসলাম, সহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা। 

এছাড়াও এলজি বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর, হান চাংহো, হোম সলিউশনস ও জিটিএম হেড, আশিকুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার, কাজী ফয়সাল আল আহসান, বিজনেস ম্যানেজার, মনোয়ার হোসেন সহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একই সাথে নতুন এই রেফ্রিজারটর লাইন এর প্রি-বুকিং ক্যাম্পেইনের প্রথম ২ জন কাস্টমারও উক্ত আয়োজনে অংশ নেন।


 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদ/ সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status