শেষের পাতা
সংশোধন করা হলো শিক্ষাপ্রতিষ্ঠানের শপথবাক্য
স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশের শপথবাক্য সংশোধন করা হয়েছে। শপথ থেকে মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান, শহীদদের রক্ত বৃথা যেতে না দেয়ার প্রত্যয় ও অসামপ্রদায়িক চেতনার অংশগুলো বাদ দেয়া হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নব্বই দশক ও একবিংশ শতাব্দির শুরুর দিকে শিক্ষাপ্রতিষ্ঠানে যে শপথ নেয়া হতো পুনরায় সে শপথ বাক্যটিই ফের পাঠ করতে বলা হয়েছে। তবে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে ‘অন্যায় ও দুর্নীতি করবো না’ এবং ‘অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না’ অংশ দুটি।
সংশোধিত শপথ হলো- আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আ-মী-ন।
পাঠকের মতামত
All are ok, how a Hindu or Christian Student will say Ameen?
Ei shopoth porei shikkha jibon sesh korechi amra.
এটাই ঠিক আছে
এই শপথটাই বাংলাদেশের আগের শপথ। এটাই আমরা স্কুলে আগে নিতাম
এটাই ঠিক আছে
এই শপথটাই বাংলাদেশের আগের শপথ। এটাই আমরা স্কুলে আগে নিতাম।