ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত ওই বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতদল যাত্রীদের সবকিছু লুটে নেয়। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে জানিয়েছেন যাত্রীরা।

বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে বাসটি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। বাসের সহকারী আতিকুর রহমান জানান, পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী উঠেন। পরে প্রায় ১০ নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। এ সময় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮-১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে বাসের চালকসহ সবার চোখ-মুখ বেঁধে ফেলে। পরে যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে। চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মুঠোফোন, নগদ টাকা, সোনা ও অন্য মালামাল লুটে নেয়। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। এ ছাড়া তারা বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইলে বেশ কয়েকবার চক্কর দেয়।

বাসের চালক আবেদ আলী জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাতদল চলে যায়। পরে যাত্রীদের নিয়ে গতকাল সকালে টাঙ্গাইল সদর থানায় পৌঁছালে পুলিশ সুপার মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বাসের স্টাফ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন।
বাসের কয়েকযাত্রী জানান, টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশির সময় শ্লীলতাহানির ঘটনা ঘটে। তাদের চোখ-মুখ বাঁধা থাকায় নারী যাত্রীদের কান্নাকাটি ও কাকুতি-মিনতি শুনতে পান। টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমদ বলেন, ডাকাত দলকে চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

পাঠকের মতামত

আওয়ামীলীগের লোকজন বাস ডাকাতি, চাদাবাজি, সন্ত্রাসী ইত্যাদি সংগঠিত করছে, আর দোষ ছড়াচ্ছে বিএনপি ক্ষমতায় না আসতেই এইগুলি করছে। আওয়ামীলীগ সমর্থনকারীদেরকে চিহিৃত করে বিচারের মুখমুখি করতে হবে।

Md Nurul Amin
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৬ অপরাহ্ন

আওয়ামী পুলিশ এদের সঙ্গে জরিত।

বুলবুল
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪৫ পূর্বাহ্ন

ডাকাতদের কিছুই হবে না।

Ahmad Zafar
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৪ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status