ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিবিধ

সেরা বিজনেস পার্টনারদের পুরস্কৃত করলো এয়ার এ্যাস্ট্রা

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৯ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা বুধবার  রাজধানীর এক হোটেলে ‘টপ বিজনেস পার্টনার্স অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাদের শীর্ষ ২০ জন ব্যবসায়িক অংশীদারের অসামান্য অবদানকে উদযাপন করা হয়, যাদের সহযোগিতা বিমান সংস্থার বৃদ্ধি ও সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার এ্যাস্ট্রা’র প্রধান নির্বাহী কর্মকর্তা, হেড অব সেলস, হেড অব এডমিন এন্ড এয়ারলাইন সিউকিউরিটিসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি এয়ার এ্যাস্ট্রা’র জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক করেছে, যা উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে নিবেদিত অংশীদারদের একটি শক্তিশালী পরিবেশ তৈরি করার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। অনুষ্ঠানে এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, “আমাদের ব্যবসায়িক অংশীদাররা সবসময় এয়ার এ্যাস্ট্রা’র পরিবারের একটি অমূল্য সম্প্রসারণ। তাদের অটল সমর্থন, কৌশলগত অন্তর্দৃষ্টি এবং ব্যতিক্রমী কর্মক্ষমতা আমাদের উদ্দেশ্য অর্জনে এবং আমাদের ফুটপ্রিন্ট উল্লেখযোগ্যভাবে প্রসারিত করতে সহায়ক ছিল। এই অনুষ্ঠানটি আমাদের গভীর কৃতজ্ঞতার প্রমাণ এবং তাদের কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির একটি সুযোগ্য উদযাপন।”

অনুষ্ঠানে এয়ার এ্যাস্ট্রা’র পক্ষ থেকে শীর্ষ ২০ জন ব্যবসায়িক অংশীদারকে ক্রেস্ট প্রদান করা হয়, যা তাদের অনুকরণীয় কর্মক্ষমতা এবং বিমান সংস্থার কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানকে চিহ্নিত করে। অনুষ্ঠানটি নেটওয়ার্কিং এবং ভবিষ্যতের সহযোগিতা জোরদার করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসাবেও কাজ করেছে। এয়ার এ্যাস্ট্রা নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের বিমান ভ্রমণ প্রদানের জন্য নিবেদিত। এয়ার এ্যাস্ট্রা প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারে ৫টি, চট্টগ্রামে ৫টি এবং সৈয়দপুরে ৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার এ্যাস্ট্রা’র বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদ/ সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status