বিনোদন
বিতর্কে জাহ্নবী
বিনোদন ডেস্ক
২৬ মে ২০২৫, সোমবার
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছেন জাহ্নবী কাপুর। তবে, এখন বিআর অম্বেডকরকে নিয়ে মন্তব্য করায় বিপাকে পড়েছেন জাহ্নবী। নিজের ছবি ‘হোমবাউন্ড’র প্রদর্শনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে তার চরিত্র সুধাকে নিয়ে কথা বলতে গিয়ে টেনে আনেন অম্বেডকর প্রসঙ্গ। এ প্রসঙ্গে জাহ্নবী বলেন, অম্বেডকর সমাজের জন্য যা কিছু করেছেন সবটাই তিনি সমর্থন করেন। তার এই কথা শুনে নেটিজেনরা তাকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। ‘হোমবাউন্ড’ ছবিতে সুধা চরিত্রটি অম্বেডকরের সমর্থক। বাস্তবে অম্বেডকরের রাজনৈতিক আদর্শ তিনি নিজেও সমর্থন করে বলে জানান জাহ্নবী। তিনি বলেন, অম্বেডকর সমাজের এত কিছুর পক্ষে কথা বলেছেন, লড়াই করেছেন। সেগুলোর সমর্থন করি আমি। তাকে কিছু কারণের জন্যই এভাবে সমর্থন করা হয়। সমাজের জন্য তিনি যা কিছু করেছেন, তার সমর্থন করি আমি। এই চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে অম্বেডকরকে আরও ভালোভাবে বুঝেছেন বলে জানিয়েছেন তিনি। তার এই মন্তব্য শুনে নেটাগরিকের দাবি, অম্বেডকরকে ভালোভাবে চেনেনই না জাহ্নবী। আরেকজন বলেন, কতো কিছুই বলেন জাহ্নবী। কিন্তু কিছুই স্পষ্ট করে বলতে পারলেন না। আসলে আপনি কিছুই জানেন না। আর একজন বলেছেন, আচ্ছা জাহ্নবী বলেন তো, অম্বেডকর সমাজের জন্য কী কী করেছেন?