বিনোদন
৩১শে মে ‘নজরুল কনসার্ট’
স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৫, সোমবার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘নজরুল কনসার্ট- ২০২৫’। ৩১শে মে বিকাল ৫টায় মানিক মিয়া এভিনিউতে শুরু হবে এই আয়োজন, চলবে রাত পর্যন্ত। অংশ নিচ্ছে দেশের শীর্ষ ১০ ব্যান্ড। ব্যান্ডগুলো হলো- সোলস্, আর্ক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর। তারা পরিবেশন করবে নজরুলের কালজয়ী উদ্দীপনামূলক গান। থাকবে কবিতার আবৃত্তিও। একইদিন প্রকাশিত হবে ব্যান্ডগুলোর গাওয়া গান নিয়ে বিশেষ অ্যালবাম। এতে থাকছে- ‘কারার ঐ লৌহ কপাট’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’সহ নজরুলের ১০টি গান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। গানগুলোর সুর ও বাণী অক্ষুণ্ন রাখতে কাজ করেছেন নজরুল সংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান। শ্রোতারা গানগুলো শুনতে পারবেন ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে। দর্শকরা কনসার্টটি উপভোগ করতে পারবেন বিনামূল্যে।