অর্থ-বাণিজ্য
৬টি নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনৈতিক রিপোর্টার
(১ মাস আগে) ১ জুন ২০২৫, রবিবার, ৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১২ অপরাহ্ন

নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে- ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট। এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা নকল প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরোনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করেছিল। যা রোববার (১ জুন) প্রথমবারের সীমিত পরিসরে ব্যাংকগুলোকে দিয়েছে। সোমবার থেকে গ্রাহকরা এসব নোট বিনিময় করতে পরবেন। তবে চাহিদা অনুযায়ী নতুন নোট দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এ জন্য ঈদের ছুটির আগে রাজধানী ছাড়া অন্য জেলা শহরে এসব নোট মিলবে না।
নতুন প্রকাশ করা ৬টি নোটের নকশায় যা থাকছে-
# ৫০০ টাকার নোটের সামনে বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝখানে শাপলার ছবি রয়েছে। পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে। নোটটি সবুজ রঙের।
# ২০০ টাকার নোটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা লেখা এবং শাপলার ছবি রয়েছে। পেছনে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতির ছবি আছে। নোটটি হলুদ রঙের।
# ১০০ টাকার নোটে সামনে বাগেরহাটের যাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে। নীল রঙের এই নোটে শাপলার ছবি রয়েছে।
# ১০ টাকার নোটের সামনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং পেছনে আবার গণঅভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি আছে। নোটটি গোলাপি রঙের।
# ৫ টাকার নোটের সামনে ঢাকার তারা মসজিদের ছবি এবং পেছনে গণঅভ্যুত্থানের গ্রাফিতি রয়েছে। নোটটি গোলাপি রঙের।
# ২ টাকার নোটে সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি এবং পেছনে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি রয়েছে। নোটটি হালকা সবুজ রঙের।
সব নোটেই রয়েছে জাতির ইতিহাস ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা। এছাড়া জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের ছবি, মূল্যমান ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম।
পাঠকের মতামত
The quality of paper on which our notes are printed are of very poor quality. We should switch to polymer which remains clean and is much more durable. Bangladesh mint has capacity to print bank notes on polymer sheets. My request is that we move on to polymer based notes.
যারা ডিজাইন করেছে তারা কালার সেন্স এবং ডিজাইন সেন্স ছাড়া। জঘন্য কালার এবং ডিজাইনও পুরাই ছেড়া বেরা টাইপ।
টাকায় কোন প্রকার প্রাণির ছবি যেন না থাকে। টাকা পকেটে নিয়ে মুসলিমদের সালাত আদায় করতে হয়। টাকায় প্রাণির ছবি রাখা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে হেদায়েত দান করুন।
They are changing everything, do they have rights to do that? They are allowing corridor, leasing of ports, most of ministry are control by foreigners?????
100 takar note ta sundor..baki ektao sundor na
ছবি-মূর্তি ছাড়া কী টাকা অচল!???