ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

রুহুল কুদ্দুস তালুকদার দুলু

একত্রিশ দফাই দেশের মানুষের মুক্তির সনদ

অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ৮:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪২ অপরাহ্ন

mzamin

বিএনপি'র কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাই এদেশের মানুষের মুক্তিসনদ। এগুলোর মধ্যেই বাংলাদেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, বিচারব্যবস্থা, কৃষি, সংস্কৃতিসহ সকল সমস্যার সমাধান রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।

শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্ত্বরে উপজেলা ও বনপাড়া পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

বিভিন্ন দলের কাছ থেকে অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রস্তাব নিচ্ছে উল্লেখ করে দুলু বলেন, তারেক রহমানের দেয়া একত্রিশ দফা নিলেই তো সংস্কার হয়ে যায়। আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ষোষণা করেছেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পাভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের, লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু।

তিনি আরও বলেন, দেশের জনগণ চারটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। বিনা ভোটে আওয়ামী লীগ অযোগ্য লোককে এমপি নির্বাচিত করেছে। ৫ আগস্টের আগে আমি মিছিল করার লোক খুঁজে পাইনি। এখন আমি নিজেই যেন মিছিলে জায়গা পাই না। এতো হাইব্রিড এসে ভীড় করেছে দলে। কিন্তু আওয়ামী লীগের পতনের আগে মঞ্চে বসার লোক পাইনি। এই বনপাড়ার মাটিতে উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকানণ্ডের বিচার নিশ্চিতের চেষ্টা করেছি।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status