ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

ভারত

ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকির মন্তব্য

সামনের বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর খেলা খেলবেন সংখ্যালঘুরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ সপ্তাহ আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের মুসলিমদের মধ্যে ফুরফুরা শরিফের প্রভাব রাজনীতির অঙ্গনেও প্রবলভাবে সক্রিয়। সেই ফুরফুরা শরিফের প্রবীণ পিরজাদা ত্বহা সিদ্দিকির মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। আর দশ-এগারো মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।‌ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দিয়েছে বিজেপি। সম্প্রতি ফুরফুরা শরিফের এক পীরজাদা কাসেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেস দলে নিয়ে পদ দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন ফুরফুরা শরিফের প্রবীণ পিরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি মন্তব্য করেছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুসলিমরা ভয়াবহ খেলা খেলবেন। এক সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও এখন ত্বহা সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের উপর প্রবল ক্ষুব্ধ।  তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন তিনি। ত্বহা সিদ্দিকীর মতে, বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের একাংশ হারাবে তৃণমূল কংগ্রেস।  

পিরজাদা ত্বহা সিদ্দিকি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা লোকে মেনে নেবে না। এমনকি আইএসএফ আরও কয়েকটি আসন জিতে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এই আইএসএফ ফুরফুরা শরীফের আরেক পীরজাদা নওশাদ সিদ্দিকী তৈরি করে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন। গত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড় কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন।

ত্বহা সিদ্দিকি বলেছেন, কাসেম সিদ্দিকিকে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক করায় সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। যে মানুষটা তৃণমূল কংগ্রেসের নামে এত বাজে কথা বলেছে তাকে মাথায় তুলে নিল। মুসলিমরা এই দ্বিচারিতা মেনে নেবেন না। এতে তৃণমূলের ক্ষতি হল। তিনি  বলেছেন, আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে। তার বাইরে আরও দু’-চারটে আসন জিততেও পারে। ২০২৬ সালে সংখ্যালঘু মুসলিমরা রাজ্যে ভয়ঙ্কর খেলা খেলবে।

ত্বহার মন্তব্যের জবাবে তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা বলেছেন, মুসলিম বলুন বা হিন্দু, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই। এটা সবাই বুঝে গিয়েছে। আর ফুরফুরা শরিফের পিরজাদারা কখন কার পক্ষে কথা বলেন কিছু বোঝা যায় না। 

শওকতের মতে, ২০২৬-এ মুসলিম ভোটের জোরে তৃণমূল কংগ্রেসের আসন আরও বাড়বে। বিজেপি যে ভাবে মুসলিমসহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে অপমান করছে তাতে তারা আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।

তবে ফুরফুরা শরিফের পিরজাদা কাসেম সিদ্দিকিকে সাধারণ সম্পাদকের পদ দেয়ায় তৃণমূল কংগ্রেস দলের একাংশের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচক ছিলেন কাসেম। এখন তার নেতৃত্ব মেনে নিতে নারাজ তৃণমূলের অনেকেই।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status