ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

উর্দু বাতিল করার আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভাষা কোনো ধর্ম নয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৩ সপ্তাহ আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৬ অপরাহ্ন

mzamin

মহারাষ্ট্রের সাবেক এক কাউন্সিলরের পৌরসভার নামের বোর্ডে উর্দু ব্যবহার বাতিল করার আর্জি খারিজ করে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভাষা কোনো ধর্ম নয়। এমনকি ধর্মের প্রতিনিধিত্বও করে না। ভাষা একটি সম্প্রদায়ের, একটি অঞ্চলের, মানুষের।  কোনও ধর্মের নয়। 
সুপ্রিয় কোর্টের মতে, ভাষাই হলো সংস্কৃতি। ভাষা হলো একটি সম্প্রদায় এবং তার জনগণের সভ্যতার অগ্রযাত্রা পরিমাপের মাপকাঠি। উর্দুর ক্ষেত্রেও তাই, যা গঙ্গা-যমুনি তাহজীবের সর্বোত্তম নমুনা, অথবা হিন্দুস্তানি তাহজীব, যা উত্তর ও মধ্য ভারতের সমভূমির সম্মিলিত সাংস্কৃতিক পরিচয়। কিন্তু ভাষা শেখার হাতিয়ার হওয়ার আগে এর আদি এবং প্রাথমিক উদ্দেশ্য সর্বদা ছিল যোগাযোগ । মহারাষ্ট্রের একটি পৌর সভার নামবোর্ডে উর্দু ব্যবহারের বিরুদ্ধে একটি আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, ভাষা কোনো ধর্ম নয় এবং উর্দুকে মুসলমানদের ভাষা হিসেবে বিবেচনা করা বাস্তবতা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য থেকে ‘করুণ বিচ্যুতি’।

বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ মহারাষ্ট্রের আকোলা জেলার পাতুরের সাবেক কাউন্সিলর বর্ষতাই সঞ্জয় বাগাড়ে একটি আবেদনের শুনানি করছিলেন।  বাগাড়ে পৌর সভার নামবোর্ডে মারাঠির পাশাপাশি উর্দু ব্যবহারের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, পৌর পরিষদের কাজ কেবল মারাঠিতেই পরিচালিত হতে পারে এবং সাইনবোর্ডে উর্দুর ব্যবহার নিষিদ্ধ থাকা উচিত। আবেদনকারীর আবেদন পৌরসভা বাতিল করে দেবার পর তিনি বোম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন। সেখানে তা বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

পাঠকের মতামত

এরা কত নিকৃষ্ট এক জাতি এটাই তার প্রমান।যেনে রাখো বাংলাদেশেরও একটা গোষ্ঠী ছিল আওয়ামী লীগ তদের মত এমন নিকৃষ্ট তাদের যে ভাবে পতন হয়েছে ইনশাআল্লাহ তদেরও পতন হবে এদের মত।

ফারুক
২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৩:৪৮ অপরাহ্ন

ভারতে যেখানে অমানবিকতা,সেখানেই বিজেপির নিষ্ঠুর অনাচার!জার্মানির নাজি পার্টির মত বিজেপিকেও বিশ্ব ঘৃনা করবে।

সৈয়দ নজরুল হুদা
১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:০৬ অপরাহ্ন

একটা তুচ্ছ ব্যাপার নিয়ে এরা জেলা কোর্ট আবার বম্বে কোর্ট আবার সুপ্রিম কোর্টে যায় , অবশ্যই টাকার যোগান বি জেপি দেয়

hassan
১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:৪৬ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status