ভারত
ভারত-পাক যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেস সাংসদের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১০ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তিনি বলেন, পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ভারত সফল হয়নি। আর এই সিঁদুর-টিঁদুর হল মাসি সেন্টিমেন্ট। চটচটে আবেগ। তৃণমূল সাংসদ মন্তব্য করে বলেন, কোনও যুদ্ধই হয়নি। ব্যাপারটা প্রায় হাস্যকর হয়েছে। ড্রোন এদিক থেকে ওদিকে গিয়েছে। দু-একটা মিসাইল এদিক থেকে ওদিকে গিয়েছে। কোনও মেজর তফাৎ হয়নি। কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে ? তার প্রমাণ ভারত সরকার রাখুক না মানুষের সামনে।
অপারেশন সিঁদুরের সাফল্যে যখন গোটা ভারতের মানুষ ভারতীয় সেনাকে স্যালুট জানাচ্ছে তখন সৌগত রায়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সৌগত রায় বলেন, আমি তো দেখছি ছবিতে, ওই একটা দু'টো মাসুদ আজাহারের যে জায়গা, পুরনো ভাঙা বাড়ি... একে জঙ্গিঘাঁটি ধ্বংস করা বলে ? পাকিস্তানের কোন অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি? সেই প্রমাণগুলি দিন না। ভারত তো কিছু দেখাতেই পারল না। পাকিস্তানের মতো দেশকে একটা শিক্ষা দেওয়া গেল না বলে আফসোস করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। সৌগত রায় আরও বলেন, এরকম ভাবে ট্রাম্পের কথায় রাজি হওয়া উচিত হয়নি।
অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দলীয় সাংসদ সৌগত রায়ের বক্তব্যের পাশে নেই বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সৌগত রায়ের মন্তব্যকে তারা সমর্থন করে না।
সৌগতবাবুর এই মন্তব্যের থেকে দূরত্ব বাড়িয়ে এদিন তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়, স্পষ্ট করে জানাচ্ছি যে সাংসদ অধ্যাপক সৌগত রায়ের মন্তব্য তৃণমূল কংগ্রেসের মতামত নয়। গত বিধানসভা ভোটের আগে দলের অন্যতম মুখপাত্রের ভূমিকায় দেখা গিয়েছিল সৌগত রায়কে। আরেকটা বিধানসভা নির্বাচনের আগে তার সাথেই দূরত্ব বাড়ালো তৃণমূল কংগ্রেস।
পাঠকের মতামত
মিথ্যা দিয়ে একটি মিথ্যাকে ঢাকা যায় না। মোদি গোট ভারতবাসীকে ছেলেভুলানো মিথ্যা দিয়ে ঘুম পাড়াচ্ছে। আরতে প্রতিবাদ করার কেউ নেই। ভারত পর পর নীচে আরো নীচে তলিয়ে যাচ্ছে। ধন্যবাদ সোউগত রায়কে গোটা ভারতের মিথ্যার মাঝে সত্য বলার জন্য।
সত্য কথা বলার জন্য উনাকে ধন্যবাদ , মোদী সরকার যে মিথ্যার উপর টিকে আছে , এটা তার অকাঠ্য প্রমান। তারপরও ভারতীয়রা গর্ব করে?
সৌগত রায় সঠিক বলেছেন। এটি যুদ্ধ নয়, বরং যুদ্ধ যুদ্ধ খেলাই ছিল। ফেকু মোদির ফাকিবাজি!