ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু ও তার স্ত্রী

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ৩:০১ অপরাহ্ন

mzamin

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছেন আদালত। রোববার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।

দুলু এবং তার স্ত্রীর আইনজীবী বোরহান উদ্দিন বলেন, `তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।’

মামলার অভিযোগে বলা হয়, ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকা সম্পদের তথ্য গোপন এবং ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে শাস্তিযোগ্য অপরাধ করেছেন দুলু ও তার স্ত্রী।

এই অভিযোগে ২০০৭ সালের ১৯ এপ্রিল স্ত্রীসহ দুলুর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মাহফুজা।

তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক নুর জাহান।

পাঠকের মতামত

বাংলাদেশ একটি আজব দেশ। সরকার পরিবর্তনের সাথে মামলার রায়ও বদলে যায়। "A" সরকারের আমলে যে অপরাধী, "B" সরকারের আমলে সে সম্পূর্ণ নির্দোষ।‌

Andalib
২৩ জুন ২০২৫, সোমবার, ৪:৫৩ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status