রাজনীতি
দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে: সালাহ উদ্দিন
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এজন্য ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগুতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অর্পণ আলোক সংঘের উদ্যোগে ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ ‘তারুণ্যের রাষ্ট্র চিন্তা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকেই দেশে মেধাপাচারের ঘটনা ঘটেছে মন্তব্য করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমাদের এখানে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে একবার চলে গেলে মেধাবীরা এখানে আর ফিরে আসে না। আমি অনেক দেশ দেখেছি, সাম্প্রতিক ইতিহাসে আমরা চায়না ও ইন্ডিয়াতে দেখেছি, তারা অন্য দেশ থেকে প্রশিক্ষণ ও জ্ঞান নিয়ে এসে নিজের দেশকে ডেভেলপ করেছে।
তিনি বলেন, মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে মেধাপাচার করা হয়েছে। তারা আর আসেন নাই। এমন একটা পরিবেশ তারা এখানে সৃষ্টি করেছে যাতে এখানে মেধাবীরা যাতে না আসে।
মাতৃভাষায় শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে সালাহ উদ্দিন বলেন, আমাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে মাতৃভাষায়। আমরা অবশ্যই সেকেন্ডারি শিক্ষা গ্রহণ করবো, কিন্তু যদি বিদেশি ভাষায় প্রাথমিক ও সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি পড়তে যায়, তবে সে ক্ষেত্রে মেধার বিকাশটা হবে না। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে সেও সেভাবে কথা বলে। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, সেখানে পড়ালাম আমেরিকা পাঠাবো বলে-এগুলো ইমোশনাল। আর এর বাইরেও আমরা বিদেশি দু’টি ভাষা শেখাবো।
অর্পণ আলোক সংঘের প্রতিষ্ঠাতা বিথীকা বিনতে হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
পাঠকের মতামত
চোরের মুখে রাম রাম, রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হলে সব বুইরা রাজনীতিবিদদের অবসরে যেতে হবে আর না হয় মেরে ফেলতে হবে।
রাজনীতি সংস্কৃতি পাল্টাতে হবে মানে কী!!!??? আপনার মতো ভারতীয় এজেন্ট, সভ্যতা-ভব্যতা বিবর্জিত, দেশ ও গণমানুষের স্বার্থের বাইরে কাজ করা অবিশ্বস্ত একজন মানুষের মুখ থেকে এ কথা শুনলে ভয় লাগে। তাহলে কী দেশের রাজনীতিতে এখনো যেটুকু সভ্যতা-ভ্যবতা, সদাচার-শিষ্টাচার রয়েছে সেগুলোও মুছে দিবেন!!!???
বিএনপির উচিত হবে গত কয়েক মাস ভারতের সুরো যারা কথা বলেছে তাদের অকেজো করে রাখা। ভারতের প্রশ্নে কোন ছাড় নাই, এ জায়গাতেই বিএনপির রাজনীতি।
সঠিক বলেছেন, পরিবারতন্ত্র ত্যাগ করে গণতন্ত্রে ফিরতে হবে এবং আপনার মত ইনডিয়ান দালাল মুক্ত (নয় মাস গুমের নামে ইনডিয়াতে রাজার হালে বসবাস) বিএনপি তৈরি করতে হবে।