ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

ক্ষুব্ধ মমতা কথা ব‌লতে চান মোদির সঙ্গে

রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক পশ্চিমবঙ্গের ৩০০ পরিযায়ী শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৭:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন

mzamin

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইটাহারের মান্নাই অঞ্চলের খিসাহার গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে ৩০০ জনের বেশি পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে। এব্যাপারে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে অবিলম্বে রাজস্থানে হেনস্থার শিকার শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের সঙ্গেও যোগাযোগ করেছেন আটকে পড়া শ্রমিকেরা। বিষয়টি রাজ্য পুলিশের ডিজিকে জানিয়েছেন বিধায়ক। 

মঙ্গলবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী বাংলাদেশি সন্দেহে ভারতের নাগরিকদের আটক করায় ক্ষোভ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চান বলে জানিয়েছেন। এর আগে মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে আটকদের সঙ্গে পশ্চিমবঙ্গের ৭ জনকে বাংলা বলার অপরাধে পুশব্যাক করা হয়েছিল। পরে মমতার চাপে বিএসএফ তাদের ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল। এবারও যাতে পুশব্যাক না করা হয় এবং তাদের যাতে ছেড়ে দেওয়া হয় সেজন্য মমতা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বসতে চাইছেন।
মঙ্গলবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী বাংলাদেশি সন্দেহে ভারতের নাগরিকদের আটক করায় ক্ষোভ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চান বলে জানিয়েছেন।  

অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে! কখনও আবার আটক করে রাখা হচ্ছে।  ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের সাহায্য করার জন্য রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ  দিয়েছেন মমতা।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status