অনলাইন
যশোরে নির্মাণাধীন ভবনের ‘ছাদ ধসে’ ২ প্রকৌশলীসহ নিহত ৩
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
(৫ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৩ অপরাহ্ন

যশোর শহরের খড়কি সার্কিট হাউজপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ‘ছাদ ধসে’ দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ‘ফর ফিউচার’ নামের নয়তলা ভবনের ছয়তলার বারান্দায় কাজ করার সময় হঠাৎ একটি অংশ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুষ্টিয়ার বাসিন্দা ও প্রকল্প প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বাসিন্দা ও প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে নির্মাণ শ্রমিক নুরুল ইসলাম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ ধসে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ আবুল হাসাত খান বলেন, ‘মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’