অনলাইন
২৩ হাজার ডলার ঋণ পরিশোধ করতে সাহায্য করলো চ্যাটজিপিটি!
মানবজমিন ডিজিটাল
(৫ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:৫৪ অপরাহ্ন

আমেরিকার ডেলাওয়্যারে বসবাসকারী একজন রিয়েলটর এবং কন্টেন্ট ক্রিয়েটর জেনিফার অ্যালান জানিয়েছেন, তিনি ChatGPT ব্যবহার তার ক্রেডিট কার্ডের ২৩ হাজার ডলার ঋণ পরিশোধ করেছেন। গত এক মাস ধরে, ChatGPT অ্যালানকে সঞ্চয়ের ক্ষেত্রগুলো শনাক্ত করতে এবং অতিরিক্ত আয়ের সংস্থান করতে পরামর্শ দিয়েছে।
অ্যালান নিউজউইককে বলেন, ‘আমি পুরো জীবন ধরেই অর্থ সঞ্চয়ের জন্য লড়াই করেছি। আমি পর্যাপ্ত আয় করি না বলে নয়, বরং আমাকে কখনও আর্থিক স্বাধীনতার বিষয়টি শেখানো হয়নি। আমি বাজেট করে সংসার চালাতে শিখিনি। ভেবেছিলাম যদি আমি আরও কঠোর পরিশ্রম করতে থাকি, তাহলে হয়তো সমস্যাটি কাটিয়ে উঠতে পারব। কিন্তু এতে কাজ হয়নি।’
তিনি বলেন, মেয়ের জন্মের পর সবকিছু ওলট পালট হয়ে যায়। শিশুকে বড় করে তুলতে খরচ বেড়ে যায়। আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। জীবনকে সচল রাখতে ক্রেডিট কার্ড ব্যবহার করা শুরু করি। আমরা বিলাসবহুল জীবনযাপন করছিলাম না। আমরা কেবল বেঁচে ছিলাম। কিন্তু ততদিনে ঋণের বোঝা অনেকটাই বেড়ে গিয়েছিল।
এই দুর্ভোগের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ChatGPT । অপ্রয়োজনীয় খরচ কমানোর ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সাহায্য করে চ্যাটবটটি। যেমন অব্যবহৃত সাবস্ক্রিপশন বাতিল করা এবং অবাঞ্ছিত জিনিসপত্র বিক্রি করা। এটি ফেসবুক মার্কেটপ্লেসে জিনিসপত্র বিক্রি করার মতো অতিরিক্ত আয়ের উপায়গুলো দেখিয়ে দিয়ে জেনিফার অ্যালানকে সহায়তা করেছিল। তিনি পরামর্শ দিয়েছেন, ChatGPT ব্যবহার করে ৩০ দিনের মধ্যেই ঋণ পরিশোধ করা যায়। অ্যালান জুন মাসে তার টিকটক অ্যাকাউন্ট @_jenn.allan-এ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি শেয়ার করেছেন ৩০ দিনের মধ্যে ১২,০৭৮.৯৩ ডলার ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছেন।
অ্যালান নিউজউইককে বলেন, এটা কোনও ম্যাজিক ছিল না । শুধু প্রতিদিনের খরচ কমানোর উপায় দেখিয়ে দিয়েছে ChatGPT। তাই আমি আমার অভিজ্ঞতা মানুষের সঙ্গে শেয়ার করলাম। আর জীবনে প্রথমবারের মতো, আমি লজ্জিত বোধ করিনি। সেইসঙ্গে বুঝতে শিখেছি আমি যেকোনো কিছু জয় করতে পারি।
সূত্র: এনডিটিভি