অনলাইন
জাপান-দক্ষিণ কোরিয়ার ওপর ২৫% শুল্ক আরোপ, বেশ কয়েকটি দেশে ট্রাম্পের চিঠি
মানবজমিন ডিজিটাল
(৮ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:১১ অপরাহ্ন

আগামী ৯ জুলাই অর্থাৎ বুধবার শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘পারস্পরিক শুল্কের’ স্থগিতাদেশের সময়সীমা। তার আগেই প্রেসিডেন্ট ঘোষণা করলেন ১ আগস্ট থেকে জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। চিঠি দিয়ে দুই দেশকে এ কথা জানিয়ে দেয়া হয়েছে।
চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, যদি জাপান বা কোরিয়া আমেরিকার সঙ্গে কোনও প্রতিশোধমূলক আচরণ করে, তাহলে এই আমদানি শুল্ক আরও বৃদ্ধি করা হবে। সোমবার ১৪টি দেশকে শুল্ক চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। বাংলাদেশ ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, বসনিয়া, তাইল্যান্ড, কম্বোডিয়া, সার্বিয়া, ইন্দোনেশিয়া, তিউনিশিয়া, মায়ানমার, লাওস, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান এবং মালয়েশিয়ার রাষ্ট্রনেতাদের কাছে পৌঁছে গিয়েছে ট্রাম্পের চিঠি। তার মধ্যে জাপান এবং মালয়েশিয়া—এই দুই দেশের ওপর শুল্ক সামান্য বৃদ্ধি করেছে আমেরিকা। বাকিদের হয় সামান্য কমেছে, নয়তো অপরিবর্তিতই রয়েছে।
জাপান ও মালয়েশিয়ার ওপর আগে ২৪ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প। সোমবার দুই দেশের ওপরেই তা এক শতাংশ করে বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১ আগস্ট থেকে দুই দেশের পণ্যেই ২৫ শতাংশ শুল্ক নেবে আমেরিকা। ট্রাম্পের নতুন ঘোষণায় শুল্ক কমেছে কাজ়াখস্তান, লাওস, মায়ানমার, তিউনিশিয়া, সার্বিয়া, কম্বোডিয়া ও বসনিয়ার।
কাজ়াখস্তানের ওপরে শুল্ক ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ হয়েছে। লাওসের ৪৮ শতাংশ থেকে কমে হয়েছে ৪০ শতাংশ। মিয়ানমারের ক্ষেত্রেও ৪৪ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে। একভাবে তিউনিশিয়ার ২৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ, সার্বিয়ার ৩৭ শতাংশ থেকে কমে ৩২ শতাংশ, কম্বোডিয়ার ৪৯ শতাংশ থেকে কমে ৩৬ শতাংশ এবং বসনিয়ার ৩৫ শতাংশ থেকে কমে ৩০ শতাংশ হয়েছে।
সোমবারই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ‘ব্রিক্স’-এর ‘আমেরিকা বিরোধী নীতি’কে কোনও দেশ সমর্থন করলে, তাদের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে। এই আন্তর্জাতিক জোটের অন্যতম সদস্য রাষ্ট্র দক্ষিণ আফ্রিকাকেও সোমবার রাতে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে আমেরিকার বাজারে দক্ষিণ আফ্রিকার পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক চাপাচ্ছেন তিনি। বস্তুত, গত এপ্রিলেও ৩০ শতাংশ শুল্কের কথাই বলেছিলেন ট্রাম্প। তার পরে নতুন ঘোষণায় সেটি আর বৃদ্ধি পায়নি। দক্ষিণ আফ্রিকা ছাড়া তাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও শুল্ক অপরিবর্তিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ, থাইল্যান্ডের পর ৩৬ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন তিনি।
সূত্র: রয়টার্স