বিনোদন
ঢাকার গানে কলকাতার অলিভিয়া
স্টাফ রিপোর্টার
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
ওপার বাংলার ছোট পর্দা ও ওটিটি’র পরিচিত মুখ অলিভিয়া সরকার। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু তার। এরপর ‘সীমারেখা’, ‘জয়ী’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। একে একে ওয়েব সিরিজ ও সিনেমার জগতেও পরিচিতি গড়ে তুলেছেন অলিভিয়া। এবার ঢাকায় প্রথমবার কাজ করলেন ওপার বাংলার এই অভিনেত্রী। এপার বাংলার মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। রবিউল ইসলাম জীবনের লেখা, আদীব কবিরের সুরে তৈরি হয়েছে এই গান। শিরোনাম ‘সোনা জান’। ‘দুষ্টু কোকিল’খ্যাত দিলশাদ নাহার কনার কণ্ঠে এই গানটি শুনবেন শ্রোতা-দর্শক। বিভিন্ন মনোরম লোকেশনে গানের ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম। অলিভিয়ার সঙ্গে এই মিউজিক ভিডিওতে দেখা যাবে অমিত পালকে। কে এম মিউজিকের ব্যানারে শিগগিরই গানটি মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছেন মাহামুদুল হাসান শোভন। অলিভিয়া বলেন, খুব ভালোবাসা আর সম্মান পেয়েছি। কাজ করার পাশাপাশি মানসিক শান্তিরও প্রয়োজন, যেটা পরিবেশ ভালো না থাকলে সম্ভব নয়। এই কাজটা করে সত্যিই খুব ভালো লেগেছে। প্রসঙ্গত, আগামীতে দর্শক অলিভিয়াকে দেখবেন ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এ। সিনেমাটিতে বাঙালি গোয়েন্দা ‘রাপ্পা’র চরিত্রে দেখা যাবে অর্পণ ঘোষালকে।