ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

প্রতারণার শিকার আলিয়া

বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
mzamin

প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। তাও আবার তার প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেঠির মাধ্যমে। এই সহকারীর বিরুদ্ধে ৭৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত ২৩শে জানুয়ারি আলিয়ার মা বর্ষীয়ান অভিনেত্রী সোনি রাজদান পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করতেন বেদিকা। অভিনেত্রীর আর্থিক লেনদেনের বিষয়টি তিনিই দেখতেন। আর সেই সুযোগেই ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে তিনি আলিয়ার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড ও আলিয়ার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে বিষয়টি নজরে আসে অভিনেত্রীর। তার মা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ সূত্র আরও জানায়, তদন্তে উঠে এসেছে বেদিকা শেঠি জাল বিল তৈরি করাতেন এবং তাতে আলিয়াকে স্বাক্ষর করিয়ে অর্থ আত্মসাৎ করেছিলেন। এমনকি অপরাধের পর অভিনেত্রীকে বলতেন যে, এই খরচ তার ভ্রমণ, সাক্ষাৎ এবং অন্যান্য খাতে খরচ হয়েছে। এভাবেই তিনি টাকাগুলো হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে আলিয়া ব্যস্ত রয়েছেন ‘আলফা’ ছবির শুটিংয়ে। সেখানে তাকে দেখা যাবে এক এজেন্টের চরিত্রে। এদিকে, স্বামী রণবীর কাপুরের ছবি ‘রামায়ণ’ নিয়েও সম্প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। যদিও এই ছবিতে রণবীরের বিপরীতে সীতার চরিত্রে আলিয়ার অভিনয় করার কথা থাকলেও পরবর্তীতে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী কাজ করেন।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status