ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

রকমারি

যাত্রীদের সামনেই নিজের ফ্লাইট অ্যাটেনডেন্ট বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন পাইলট

মানবজমিন ডিজিটাল

(৯ মাস আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪২ অপরাহ্ন

mzamin

একজন পোলিশ পাইলট ওয়ারশ থেকে ক্রাকো যাওয়ার পথে তার ফ্লাইট অ্যাটেনডেন্ট বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন। জবাব অবশ্যই 'হ্যাঁ' এসেছে। তারা LOT পোলিশ এয়ারলাইনসে কর্মরত। ফেসবুক পেজে একটি ভিডিও পোস্টে বান্ধবীর সঙ্গে কাটানো বিশেষ  মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন  ক্যাপ্টেন কনরাড হ্যাঙ্ক। তার হাতে তখন ছিলো একরাশ ফুলের তোড়া। ক্যাপ্টেন যাত্রীদের সামনে তার বান্ধবীর উদ্দেশে বলেন, ‘আজকের ফ্লাইটে একজন খুব বিশেষ ব্যক্তি আছে। প্রায় দেড় বছর আগে এই চাকরিতে যোগদানের পর আমার পরিচয় হয় সবচেয়ে বিস্ময়কর ব্যক্তির সাথে, যে আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান। তুমি  আমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ। তুমি  কি আমাকে বিয়ে করবে?’ 

হ্যাঙ্ক -এর কাছ থেকে আদুরে বার্তা পাবার পর পাওলা বিমানের আইলে ছুটে যান তার ভবিষ্যৎ স্বামীকে আলিঙ্গন করতে।

পোস্টটি দেখার পর অনেকেই এই যুগলকে শুভেচ্ছায় সিক্ত করেছেন। মনিকা জিলিনস্কি যোগ করেছেন, আপনাদের দুজনকে অভিনন্দন! আপনাদের সুন্দর  জীবন কামনা করছি।

অনেকেই আশা করেছেন যে, তাদের সম্পর্ক ইলোনা জাহান এবং ইয়ান ডানকানের ৫০ বছরের রোম্যান্সের মতো দীর্ঘস্থায়ী হবে। এই সম্পর্ক যখন  শুরু হয়েছিল তখন জাহান একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন এবং ডানকান ১৯৭০ সালে রোম থেকে তেহরান যাওয়ার প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের ফ্লাইটে একজন পাইলট ছিলেন। ২০২১ সালে ৮৬ বছর বয়সে ডানকানের মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পর্ক স্থায়ী হয়েছিল।

সূত্র : সিএনএন

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status