রকমারি
'নিয়ম ভঙ্গ' করেছেন স্বামী, বিয়ের একদিন পরেই বিচ্ছেদ চাইলেন স্ত্রী
মানবজমিন ডিজিটাল
(৫ মাস আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন
বিবাহের দিনটি প্রত্যেক মানুষের কাছেই একটি বিশেষ দিন। সবাই চান দিনটি যেন সারাজীবন স্বপ্নের মতো হয়ে থাকে। বিবাহ নিয়ে অনেক পরিকল্পনা করে থাকেন প্রত্যেকেই। কিন্তু কারোর কারোর কাছে দিনটি দুঃস্বপ্নের মতো মনে হতে পারে। আর তাই হয়তো বিবাহের সময় স্বামীর নিষ্ঠুর আচরণের জন্য স্বামীর থেকে বিচ্ছেদ চাইলেন এক নববধূ। তাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছে পরিবারের সদস্যরা। যদিও তাতে কর্ণপাত করতে রাজি নন ওই নারী। তিনি বলেন, তিনি কখনো বিয়ে করার সিদ্ধান্ত নেননি, কিন্তু তার প্রেমিক বিয়ের প্রস্তাব দিলে তিনি তা ফেলতে পারেননি। তারা তিলে তিলে বিয়ের দিনের প্রতিটি পরিকল্পনা নিখুঁত করে সাজিয়েছিলেন। কিন্তু পরিকল্পনায় পানি ঢেলে দেন তার স্বামী। তাকে বিয়ের শুরুতেই বলে রেখেছিলেন, ‘অভ্যর্থনার সময় আমার মুখে কেক ঘষবে না’। আর সেই ভুলটিই করে বসেন তার সদ্য বিবাহিত স্বামী। নিজের চাচির কাছে একটি চিঠিতে মনে অনেক যন্ত্রনা নিয়ে ওই নববধূ লিখেছেন, 'বিয়ের পর আমার স্বামী আমার মাথার পিছন ধরে সোজা আমার মাথাটি কেকের মধ্যে গুঁজে দেয়। নিষ্ঠুর কৌতুকটি পরিকল্পিত ছিল।' এরপরেই স্বামীকে ছেড়ে যাবার সিদ্ধান্ত নেন ওই বধূ। তিনি ক্লাস্ট্রোফোবিয়ায় ভুগলেও পরিবারের সদস্যরা তাকে এই বিয়ে না ভাঙার পরামর্শ দিয়েছেন। সম্পর্ককে আরেকটি সুযোগ দেবার কথা বলেছেন তারা।
সূত্র : মিরর
আমরা তো ছবক দিই তারা খুব ভালো ভদ্র মার্জিত আসলে সবখানেই মিশ্রন আছে। আর কি বলো
মেয়েটির সিদ্ধান্তে ভুল বলা যায়না। আপস করলেও ভবিষ্যত প্রশ্ন বোধক।
“তাকে বিয়ের শুরুতেই বলে রেখেছিলেন, ‘অভ্যর্থনার সময় আমার মুখে কেক ঘষবে না’।“ “নববধূ লিখেছেন, 'বিয়ের পর আমার স্বামী আমার মাথার পিছন ধরে সোজা আমার মাথাটি কেকের মধ্যে গুঁজে দেয়। নিষ্ঠুর কৌতুকটি পরিকল্পিত ছিল।'“ আমি এই মেয়ের সিদ্ধান্তকে সমর্থন করি ।
এই নারী কোন সামির সংসারে সুখি হতে পারবেনা।