কলকাতা কথকতা
‘একটি খুনির সন্ধানে মিতিন’ সদ্য শেষ হল কোয়েল মল্লিকের ছবির শুটিং
সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে
(৭ মাস আগে) ১ জুলাই ২০২৪, সোমবার, ৫:৪২ অপরাহ্ন

আসছে মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি -'একটি খুনির সন্ধানে মিতিন'। পরিচালক অরিন্দম শীলের এই ছবিতে আবারও মুখ্য ভূমিকায় অর্থাৎ মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। সঙ্গে শুভ্রজিৎ দত্ত, অর্জুন চক্রবর্তী, প্রমুখ থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। পরিচালক নিজেই ছবির সেটের একাধিক ছবি পোস্ট করেন জানান শেষ হল 'একটি খুনির সন্ধানে মিতিন' ছবির শ্যুটিং তাও ভোর সাড়ে চারটে নাগাদ।
এই ছবির শ্যুটিংয়ে তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছে এত ভালো একটা টিমের সঙ্গে কাজ করার জন্য। তিনি আশাবাদী যে এই ছবি সকলের ভালো লাগবে। এই ছবিতে রয়েছে ভরপুর অ্যাকশন। সেই অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হাতও ভেঙে যায় নায়িকার। এক্সরে করার পর হাতে আলনা বোন ফ্র্যাকচার ধরা পড়ে। ডান হাতে প্লাস্টার করতে হয়। সুস্থ হতেই আবার শুটিং ফ্লোরে ফেরেন তিনি।
অবশেষে শেষ হল অ্যাকশন, থ্রিলারে ভরপুর 'মিতিন মাসি'র নতুন এই ছবির শুটিং পর্ব। সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মেঘের পরে মেঘ’ গল্পটি অবলম্বনে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন অরিন্দম ও পদ্মনাভ দাশগুপ্ত। পরিচালকের দাবি, মূল গল্পের থেকে ছবির জন্য চিত্রনাট্যকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।
একটি খুনির সন্ধানে মিতিন’-এর পুরো শুটিংই কলকাতা জুড়ে। মার্চ মাসের মাঝামাঝি শুরু হয়েছিল ছবির শুটিং। তবে শ্যুটিং শেষ হলেও কবে ছবিটি মুক্তি পাবে সেটা এখনই জানানো হয়নি। গত বছর পুজোর সময় জঙ্গলে মিতিন মাসি মুক্তি পেয়েছিল। দর্শকদের থেকে মোটের উপর ভালোই সাড়া পেয়েছিল সেই ছবি।