ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনকাণ্ডের রায় আজ

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ২:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের তরুণী  চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার রায় ঘোষণা করতে চলেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। শনিবার দুপুর আড়াইটা নাগাদ তার এজলাস বসার কথা। এই ঘটনায় আটক সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আটক মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের কী পরিণতি হয়, সেদিকে তাকিয়ে গোটা দেশ।

এখন প্রেসিডেন্সি জেলে রয়েছে অভিযুক্ত। তাকে শনিবার দুপুরের দিকে আদালতে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেয়া হয়েছে গোটা আদালত চত্বর। পর পর ব্যারিকেড বসানো হয়েছে আদালত চত্বরে। আদালতে প্রবেশের মুখে রাস্তা থেকেই ব্যারিকেড করে দেয়া হয়েছে। 

আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে গত বছর ৯ আগস্ট উদ্ধার করা হয়েছিল চিকিৎসক তরুণীর মৃতদেহ। তার পরের দিনই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল অভিযুক্ত সিভিককে। তাকে হাসপাতালের সিসিটিভি ফুটেজেও দেখা গেছে। পুলিশের হাত থেকে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় সংস্থা চার্জশিটে জানায়, সিভিকই এই ঘটনার একমাত্র অভিযুক্ত। 

সিবিআই তদন্ত নিয়ে অবশ্য ইতিমধ্যে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। তাদের দাবি, সিবিআই একমাত্র সঞ্জয় রায়কেই দোষী প্রমাণ করার চেষ্টা করছে। আদতে তারা কোনও কাজ করেনি। তাদের স্পষ্ট কথা, সঞ্জয় দোষী তাতে সন্দেহ নেই। কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন, যাদের ধরা হচ্ছে না! তাদের এও আশঙ্কা, তদন্ত শুরু হওয়ার পর থেকেই যেন একটা অদৃশ্য আদেশ কাজ করছে নেপথ্যে। তবে আপাতত তারা অপেক্ষায় রয়েছেন শিয়ালদহ আদালতের রায় শোনার জন্য। 

অন্যদিকে আদালতের গেটের সামনে আজ বিক্ষোভ কর্মসূচি রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয়া মঞ্চ ও চিকিৎসক-নার্সদের সংগঠনের। ইতিমধ্যেই আদালত চত্বরে জমায়েত শুরু করেছেন তারা। সবমিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই মামলায় রায়দানের দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status