বিনোদন
বিচার দাবি ফারুকীর
বিনোদন ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার‘আলো আসবেই’ গ্রুপে কিছু শিল্পীর কাণ্ডে এবার মুখ খুলেছেন নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকী। ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমাদের দেশে শিল্পীর সাইন বোর্ড নিয়ে এমন লোকজন ঘুরে বেড়াতো যারা গণহত্যায় প্রত্যক্ষ উস্কানিদাতা অথবা কেউ কেউ নীরব সমর্থক ছিল। এরা শুধু শিল্পী হিসেবে না, মানুষ হিসেবেও নীচু প্রকৃতির। ৭১-এ জন্ম নিলে এরা রাজাকারের দায়িত্ব পালন করতো। নিশ্চয়ই এদের বিচার হবে গণহত্যায় সমর্থন এবং উস্কানি দেয়ার অপরাধে।