বিনোদন
‘আলো আসবেই’ গ্রুপে কখনো প্রবেশ করিনি
স্টাফ রিপোর্টার
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারসম্প্রতি ‘আলো আসবেই’ নামে শিল্পীদের গোপন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে গত সরকারের সমর্থক অভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এগুলো ভাইরাল হওয়ার পর গ্রুপের সদস্যরা ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এবার এ নিয়ে মুখ খুললেন সেই গ্রুপে থাকা অভিনেতা ফজলুর রহমান বাবু। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেন, একটা গ্রুপের এডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি, যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না। যদি এডমিন তাকে ডিলিট না করে। গ্রুপে কখনো প্রবেশ করেননি দাবি করে ফজলুর রহমান বাবু লিখেছেন, আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কি লিখছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কি লিখছে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।
They have not added many. Why they have added you?
Hupocrate ! A branded chetonajibi ! Maybe now planning to go hibernating.