অনলাইন
মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
(৫ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ই আগস্ট প্রেসিডেন্টের আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
পাঠকের মতামত
উপযুক্ত শাস্তি না হলে ২০২৪-এর শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে।
এই সব স্বার্থলোভী, আওয়ামী লেজুড়বৃত্তি করা সন্ত্রাসী পুলিশের শাস্তি নিশ্চিত করতে না পারলে যুগ যুগ ধরে পুলিশ প্রশাসন কলঙ্কিত হয়ে থাকবে।
বিচার না করলে তা মানবতার বিরুদ্ধে যাবে।
এরকম পুলিশ কর্মকর্তা আরো অনেকেই আছে, অনেকে দুর্নীতির সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ইনশাআল্লাহ
উপযুক্ত শাস্তি না হলে ২০২৪-এর শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে।
মিরপুরের গণহত্যার অন্যতম মহা খলনায়ক। তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।