বিনোদন
ফের একসঙ্গে জোভান-পড়শী
স্টাফ রিপোর্টার
২২ জানুয়ারি ২০২৫, বুধবার
চলতি মাসেই বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। অন্যদিকে বিয়ে করে আরও আগেই সংসারী হয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। গানের পড়শী এর আগেও বেশ কয়েকটি নাটকে জুটিবদ্ধ হয়ে জোভানের সঙ্গে কাজ করেছেন। সেই প্রতিটি কাজই ভালো দর্শকপ্রিয়তাও পেয়েছে। এবার তারই ধারাবাহিকতায় জোভান-পড়শী জুটি ফের একসঙ্গে হাজির হচ্ছেন। এবারের নাটকের নাম ‘ফেরারী মন’। নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। সম্প্রতি নাটকটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এ নাটকটি প্রযোজনাও করেছেন পড়শী। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনায় নাম লিখাচ্ছেন তিনি। ভালোবাসা দিবসের জন্য নির্মিত এ নাটক প্রসঙ্গে তিনি বলেন, অনেক আলাদা গল্পের নাটক। নির্মাণেও ভিন্নতার ছোঁয়া পাওয়া যাবে। জোভান ভাইয়ার সঙ্গে আমার এ নাটকটিও সবার ভালো লাগবে বলেই বিশ্বাস। জোভান বলেন, ভালোবাসা দিবসের জন্য তৈরি, তাই তেমন একটি গল্পই নির্বাচন করা হয়েছে। খুব ভালো আয়োজনে এর শুটিং করেছি আমরা। আমার বিশ্বাস দর্শক অন্যরকম একটি অনুভূতি পাবেন নাটকটিতে।