ভারত
বিএসএফ-বিজিবি বৈঠক, সমঝোতা স্মারক এবং চুক্তিগুলোকে সম্মান করার প্রস্তাব ভারতের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৮ অপরাহ্ন

ভারতের পক্ষ থেকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিএসএফ-বিজিবির বৈঠকের তারিখ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে মহাপরিচালক (ডিজি) পর্যায়ের আলোচনা ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে সীমান্ত-সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে।
মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বৈঠকে আলোচনা সমস্ত সীমান্ত-সম্পর্কিত বিষয়গুলোতে ফোকাস করবে ।
তিনি আরও বলেন, আমরা আশা করি যে, সকল পারস্পরিক সম্মত সমঝোতা স্মারক এবং চুক্তিগুলোকে সম্মান করা হবে। এগুলো দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে কাঠামোগত নিযুক্তির ভিত্তি তৈরি করে এবং সীমান্তে পারস্পরিক নিরাপত্তা এবং বাণিজ্য অবকাঠামো তৈরিতে সহায়তা করে।
এর আগে গত ২২ জানুয়ারি বিএসএফ এবং বিজিবি সোনামসজিদ সীমান্ত ফাঁড়িতে একটি সেক্টর কমান্ডার-পর্যায়ের সমন্বয় বৈঠক করেছিল। বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মতে, ভারত-বাংলাদেশ সীমান্তে শান্তি ও সহযোগিতা নিশ্চিত করা এই বৈঠকের লক্ষ্য ছিল।
বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফ মালদা সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) তরুণ কুমার গৌতম এবং বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে রউফ। উভয় বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার ও স্টাফ অফিসাররাও বৈঠকে অংশ নিয়েছিলেন।
পাঠকের মতামত
এই বৈঠক ভারত ছাড়া অন্য কোথাও হওয়া দরকার। আর কোন গোলামী বা একতরফা অবৈধ চুক্তি মানা হবে না এবং মানি না।এই দাবি জানাচ্ছি।
বিগত সরকার যদি দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে কোনো চুক্তি করে থাকে তাহলে অবশ্যই তা বাতিল করতে হবে।
ফ্যাসিস্ট হাসিনার আমলের সকল বৈষম্যমূলক চুক্তি মানা যাবে না এবং বাতিল করতে হবে।
পতিত স্বৈরাচারের করা বাংলাদেশের বিপক্ষে সকল ছুক্তি বাতিল করতে হাবে। যেই দেশ সীমান্তে বেড়া তারা আর যাই হোক বন্দু রাস্ট হতে পারেনা !! অতএব ভারতকে আমাদের আগ্রাসী প্রতিবেশী হিসাবে বিবেছনা করতে হবে।
আমরাও চাই, ভারত, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্দী বিনিময় চুক্তিকে সম্মান করুক এবং তা বাস্তবায়ন করুক।
এই সমস্ত গোলামী চুক্তি বাতিল করুন।
মাফিয়া হাসিনার করা অসম চুক্তি বাতিল চাই করতে হবে।
Know thyself
সমতা ও নিরাপত্তা নিশ্চিত থাকলে চুক্তি থাকতে পারে। তা না হলে বাতিল করা উচিত।