ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, চার জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৬ দিন আগে) ২ মে ২০২৫, শুক্রবার, ৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

ভারতের রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল শুক্রবার বিপর্যস্ত হয়েছে প্রবল ঝড়-বৃষ্টিতে। ঝড়ে গাছ উপড়ে মারা গিয়েছেন এক পরিবারের চারজন। রাস্তায় রাস্তায় পানি জমে গিয়েছে। সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে বিমান পরিষেবা ও ট্রেন চলাচল। ঝড়-বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনার  রয়েছে। এমন পূর্বাভাস রয়েছে আগামীকাল শনিবারেও। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী দিল্লি ও তার আশপাশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ভোর পৌনে পাঁচটা থেকে শুরু হয় দমকা ঝড় ও প্রচণ্ড বৃষ্টি। স্থানভেদে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৮০ থেকে ৬০ কিলোমিটার। কোথাও কোথাও বজ্রপাতও হয়। দমকা ঝড়ে দিল্লি বিমানবন্দরের পশ্চিমাঞ্চলজুড়ে দ্বারকা এলাকায় নজফগড় অঞ্চলে এক বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে তিন শিশুসহ মারা যান তাদের মা। পরিবারের পুরুষ কর্তা আহত হন।
ঝড়ের প্রকোপ এত তীব্র ছিল যে ঘণ্টা তিনেকের জন্য দিল্লি বিমানবন্দর অচল হয়ে পড়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল বিমান অবতরণ ও উড়ানের কাজ।  

এই ঝড়ে গাছ উপড়ে ট্রেন চলাচলও ব্যাহত হয়। রেল মন্ত্রণালয় সূত্রে বলা হয়, কোথাও রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে, কোথাও ওভারহেডের তার ছিঁড়ে যায়। ফলে ২০-২৫টি ট্রেন চলাচল ব্যাহত হয়। কিছু ট্রেনের সময়সীমা বদলে দেওয়া হয়। ফলে কোনো কোনো ট্রেন ছাড়ে ঝড়-বৃষ্টি থামার পর।
এই প্রাকৃতিক বিপর্যয়ের দরুন রাজধানীর বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় ইন্টারনেট পরিষেবাও। বহু এলাকায় পানি জমে যায়। অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টি হওয়ায় জায়গায় জায়গায় নিকাশি ব্যবস্থাও অকেজো হয়ে পড়ে। সকালে  জনজীবন সম্পূর্ণভাবে  বিপর্যস্ত হয়ে পড়ে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status