ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি হামলায় শঙ্কিত দুই দিকের মানুষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১২ অপরাহ্ন

বৃহস্পতিবার রাতে পাকিস্তান ও  ভারতের পাল্টাপাল্টি হামলায় শঙ্কিত দুই দিকের মানুষ। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব কোনো দিক থেকে পাওয়া যায়নি। সীমান্তবর্তী জেলাগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের দুই দিকে স্কুল -কলেজ বন্ধ রাখা হয়েছে। ভারতের পাঞ্জাবে আগামী তিন দিন বন্ধ স্কুল, কলেজ। জম্মু ও কাশ্মীরে শুক্রবার স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে।
ভারতের মিডিয়া সূত্রে জানানো হয়েছে, বৃহষ্পতিবার রাতে পাকিস্তানের তিনটি যুদ্ধ বিমানকে‌ ভূপাতিত করেছে। এর মধ্যে ২টি জেএফ ১৭ এবং একটি রাফায়েল বিমান। একজন পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে।  পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতীয় গণমাধ্যমে প্রচারিত একটি দাবিকে ভুয়া ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ভারতকর্তৃক পাকিস্তানের এফ-১৬ ও জেএফ-১৭ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি অযৌক্তিক ও মিথ্যা। 

শুক্রবার  সকালে দেয়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ৮ ও ৯ মে  মধ্যরাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায়। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং নিয়ন্ত্রণ রেখায় উপযুক্ত জবাব দেয়া হয়েছে। 

পাকিস্তান আত্মরক্ষার অধিকার হিসেবে ভারতের প্রত্যাঘাতের জবাবে বুধবার রাতের পর বৃহস্পতিবার রাতে ভারতের বিভিন্ন শহরের সামরিক স্থাপনাকে লক্ষ করে মিসাইল ড্রোন হামলা চালিয়েছে বলে ভারত দাবি করেছে। এরপরেই ভারত পাল্টা হামলা চালিয়েছে একযোগে ইসলামাবাদ, লাহোর, করাচি, শিয়ালকোট, পেশোয়ার সহ পাকিস্তানের ১২ টি শহরে। পাকিস্তান দাবি করেছে, তারা ইসরায়েলি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে, ভারতের ১৫টি শহরকে লক্ষ্যবস্তু করার ব্যর্থ প্রচেষ্টার কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার  রাত নটা নাগাদ পাকিস্তান জম্মু ও কাশ্মীরের কিছু অংশে তীব্র আক্রমণ শুরু করে। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর সীমান্তবর্তী এলাকা - আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে  তীব্র গোলাবর্ষণ করা হয়।  জম্মু ও কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুতে বিমান হামলার চেষ্টা হয়েছে। 

আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে  ভারী সামরিক স্থাপনা রয়েছে । সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে,আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তবে ভারতের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি সেগুলিকে সফলভাবে প্রতিহত করে বলে ভারত দাবি করেছে।
সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে পাঞ্জাবের পাঠানকোটও পাকিস্তানের তীব্র গোলাবর্ষণের শিকার হয়েছে। শহরটি একটি  কৌশলগত এলাকা এবং জম্মুর প্রবেশপথ হিসেবে কাজ করে। 
জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলি সম্পূর্ণ উচ্চ  সতর্কতার আওতায় রয়েছে। পাঞ্জাবের চণ্ডীগড়, ফিরোজপুর, মোহালি এবং গুরুদাসপুর এবং পাকিস্তানের সীমান্তবর্তী আরেকটি রাজ্য রাজস্থানের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, জম্মু ,পঠানকোট, উধমপুরে পাকিস্তানের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।  কেউ হতাহত হননি বলেও জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, প্রতিটি হামলার চেষ্টাকে ব্যর্থ করে দেয়া হয়েছে। পাকিস্তানের হামলার আবহে ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ রাখার কথা ঘোষণা  করা হয়েছে। তালিকায় রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পাতিয়ালা, সিমলা, কাংড়া-গগ্গল, ভাতিণ্ডা, জয়সলমের, যোধপুর, বিকানের, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ্‌, মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোড়, কান্দলা, ভূজ। 

এদিকে, দ্রুত উত্তেজনা প্রশমিত করতে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও রাতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রী এজ জয়শঙ্করকে কূটনৈতিক আলোচনা শুরু করার পরামর্শ দিয়েছেন। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। হিংসা থামানোর ডাক দিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য সব রকম চেষ্টার আশ্বাস দিয়েছেন রুবিও।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status