ভারত
এবার মহাকুম্ভে আছড়ে পড়ল হাওয়া বেলুন! আগুনে ঝলসে জখম ৬ পুণ্যার্থী
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ২:৫৩ অপরাহ্ন
মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা। সোমবার ছিল বসন্ত পঞ্চমী। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবগাহন করেন লক্ষ লক্ষ মানুষ। মৌনী অমাবস্যায় পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যোগী আদিত্যনাথের প্রশাসন বেশি সতর্কতা নিয়েছিল। কিন্তু তারপরও আবার এক দুর্ঘটনা। হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী। তার মধ্যে রয়েছে দুই কিশোরও। জানা গিয়েছে, আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
উল্লেখ্য, প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়েছিল। জিপ লাইন, রক ক্লাইম্বিং, হট এয়ার বেলুন রাইডের ব্যবস্থা ছিল। বিশেষত হট এয়ার বেলুনে চেপে কুম্ভ পরিদর্শনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মহাকুম্ভ মেলার ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়। সটান মাটিতে আছড়ে পড়ে বেলুনটি।
সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায় বেলুনে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বেলুনটি। আরও বেশি উঁচুতে বেলুন ফাটলে দুর্ঘটনা আরও ভয়াবহ আকার নিতে পারত। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন ৬ পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। আহতদের মধ্যে ২ জন হৃষিকেশ, বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, মধ্যপ্রদেশের ইন্দোর ও খারগোনের বাসিন্দা। ঝলসে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার পরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের। আপাতত বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তাঁরা। তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া