ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

ভারত

ভারতে রুপির দামে রেকর্ড পতন, সোনার দামে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(২ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

ভারতের বাজারে সোমবার রুপির দামে রেকর্ড পতন লক্ষ্য করা গেছে। দিনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে রুপি আগের দিনের বন্ধ থেকে ৪৫ পয়সা কমে গিয়ে সর্বকালের সর্বনিম্ন স্থানে ৮৭.৯৫-এ পৌঁছেছে। 

বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীদের মতে, রুপির দামের টার্গেট ফেব্রুয়ারিতেই ৮৮ তে পৌঁছাতে পারে।
ব্রোকারেজ ফার্ম নোমুরাকে উদ্ধৃত করে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, রুপি ধারাবাহিকভাবে পতনের ফলে এশিয়ায় বছরের সবচেয়ে খারাপ-কার্যকরি মুদ্রায় পরিণত হয়েছে।

অন্যদিকে রুপির পতনের বিপরীতে ভারতে সোনার দাম বৃদ্ধি পেয়ে উচ্চতার রেকর্ড তৈরি করতে চলেছে। বাজেটের পর থেকেই হু হু করে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম। বাজেটের দিনে সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছিল সোনার দাম। তারপর থেকে আর কমতেই চাইছে না। প্রতিদিনই উপরের দিকে উঠছে দাম। গত বছরের মে মাসে যেখানে সোনা সত্তর হাজারের অনেক নীচে ছিল বর্তমানে তা কলকাতার বাজারে এসে দাঁড়িয়েছে ২৪ ক্যারেট প্রতি দশ গ্রাম ৮৭ হাজার ৬০ রুপিতে। 

২২ ক্যারেট গহনার সোনার দাম এসে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮০০ রুপিতে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ৩ শতাংশ জিএসটি কর।২০২৫ সালে এখনও পর্যন্ত হলুদ ধাতুর দামে ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। সোনার এই মূল্যবৃদ্ধিতে গহনা ব্যবসায়ীরা শঙ্কায় রয়েছেন। সোনা কিনতে ক্রেতারা আসছেন না।  

রুপির দামের রেকর্ড পতন নিয়ে ভারতের রিজার্ভ ব্যাংক আদৌ চিন্তিত নয়। শনিবার রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মূল্যের প্রতিদিনের গতিবিধি নিয়ে চিন্তিত নয়। বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা বলেছেন, ভারতীয় রুপি একটি নেতিবাচক পক্ষপাতের সাথে লেনদেন করছে। কারণ বিদেশি ব্যাংকগুলো ডলার কেনার দিকে ঝুঁকেছে। 

জানা গেছে, বিদেশি বাজারে মার্কিন ডলারের শক্তি বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ইক্যুইটির নেতিবাচক প্রবণতার কারণে সোমবার শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে রুপি সর্বনিম্নস্থানে পৌঁছেছে।মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতে নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা বলার পরে বিশ্ব বাজারে ডলার সূচক ১.০৮ বৃদ্ধি পেয়েছে। 

ভারত অবশ্য ক্রমাগত ডলার কিনে চলেছে। ৩১জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১.০৫ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৬৩০.৬০৭ বিলিয়ন ডলার হয়েছে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে।  এইচডিএফসি সিকিউরিটিজের কমোডিটি অ্যান্ড কারেন্সি  প্রধান অনুজ গুপ্তা বলেছেন, সোনা নিকটবর্তী মেয়াদে তার জয়ের গতি অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে। শুল্ক নিয়ে অনিশ্চয়তা ট্রাম্পের পুরো মেয়াদে থাকবে বলে আশা করা হচ্ছে এবং এটি ধাতুর দরের ক্ষেত্রে অস্থিরতা তৈরি করবে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status