ভারত
মমতার ঘোষণা: ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুই তৃতীয়ংশ আসন পেয়েই জয়ী হবে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০১ অপরাহ্ন

সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনে ২৭ বছর পরে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা উচ্ছ্বসিত হয়ে বলতে শুরু করেছেন, এবার পশ্চিমবঙ্গে জিতবে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। তৃণমূল কংগ্রেসের অন্দরেও এই নিয়ে দোলাচল তৈরি হয়েছে। তবে বিজেপির দাবির পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় সোজা সাফটা জানিয়ে দিয়েছেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনে আমরা ফের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরব। সোমবার বিধানসভার অধিবেশন শুরুর আগে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে এ কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে যাবতীয় বিভেদ ভুলে দলীয় বিধায়কদের বিধানসভা ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়তে বলেন তিনি।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনে একাই লড়বেন বলে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমাদের সঙ্গী হিসেবে কাউকে চাই না। দিল্লি নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দিল্লির ভোটে কংগ্রেস আম আদমি পার্টির সঙ্গে গেলে এই ফল হত না। আম আদমি পার্টিও হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি। তবে পশ্চিমবঙ্গে আমাদের কাউকে চাই না। আপনারা বিভেদ-দ্বন্দ্ব ভুলে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ুন। আমরা আবার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরব।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে যখন সবাই তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পূর্বাভাস দিয়েছিলেন তখনও জয়ের ব্যাপারে প্রত্যয়ী ছিলেন মমতা। এর আগে একাধিক নির্বাচনে মমতা ম্যাজিক অব্যহত থেকেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের মন্তব্যকে কথার কথা বলে মানতে রাজি নন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে অনেকের মতে, দিল্লি নির্বাচনের ফলাফলের নিরিখে দলের নেতা ও কর্মীদের চাঙা রাখতেই মমতার এই ঘোষণা।