অনলাইন
কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন
অনলাইন ডেস্ক
(৪ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৩:২৫ অপরাহ্ন

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেয়া এই আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি। রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কাফি বলেন, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।
নুরুজ্জামান কাফির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজ পাড়া দ্বীন এ এলাহি দাখিল মাদরাসার সুপার।কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কাফির বাড়িতে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের প্রাণে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মত করে দরজা ভেঙে বের হয়েছি। কিছু নাই। সব শেষ হয়ে গেছে।