বিনোদন
রিকশাচালকদের নিয়ে শো
বিনোদন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
ক’দিন আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’ সিনেমাটি। রিকশাচালক সংক্রান্ত গল্প হওয়ায় এবার রিকশাচালকদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ শো। মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জের জয় সিনেমাসের লায়ন শপার্স ওয়ার্ল্ড সিনেমাসে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে যুবক থেকে বৃদ্ধ- সব বয়সী শতাধিক রিকশাচালক উপস্থিত ছিলেন। সিনেমা দেখে কেউ কেউ আবেগে ভাসেন! তারা জানান, কখনো ভাবেননি তাদের শ্রম কষ্টগুলো এভাবে সিনেমার পর্দায় উঠে আসবে। এর ফলে তাদের প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা তৈরি হবে। এদিন তাদের সঙ্গে সিনেমাটি দেখেন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নভেরা রহমান। এদিকে, মুক্তির তিন সপ্তাহের মাথায় ‘রিকশা গার্ল’ উন্মুক্ত হয়েছে ওটিটিতেও। গতকাল থেকে এটি বঙ্গতে দেখা যাচ্ছে। সিনেমার গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করেন তিনি। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হন তিন। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে। এখানে নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে রয়েছেন- চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।