বিনোদন
কৌতূহল বাড়ালো ‘ঘুমপরী’র ফার্স্টলুক
স্টাফ রিপোর্টার
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
ভালোবাসায় মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। ১৯শে ফেব্রুয়ারি রাত ১২টায় চরকিতে আসছে ফিল্মটি। তার আগে কিছু ধারণা দিয়েছে ‘ঘুমপরী’র ফার্স্টলুক। যেখানে উঠে এসেছে বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি। জাহিদ প্রীতমের পরিচালনায় ফিল্মটিতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা, পারসা মাহজাবীন। ফোরটেস্টে দেখা যায়, চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ-উদ্বিগ্নতা কৌতূহল বাড়িয়েছে দর্শকদের।