ভারত
তৃতীয় বিমানে যুক্তরাষ্ট্র থেকে এলো ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসী
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৫:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

শনিবার রাতে দ্বিতীয় দফায় ১১৬ জন ভারতীয় ফেরত আসার ২৪ ঘন্টার ব্যবধানে রোববার আরও ১১২ জন অবৈধ ভারতীয় আভিবাসী নিয়ে তৃতীয় মার্কিন বিমান এসে পৌঁছেছে ভারতে। রোববার রাত ১০টা নাগাদ অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরে নেমেছে মার্কিন বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এবারের ১১২ জন অবৈধ অধিবাসীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন হরিয়ানার বাসিন্দা। হরিয়ানার ৪৪ জন, গুজরাতের ৩৩ জন এবং পঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়। এ ছাড়া উত্তরপ্রদেশের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের একজন বাসিন্দা রয়েছেন। আগের দুই দফায় ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পঞ্জাবের বাসিন্দা। এ বারের তালিকাতেও পঞ্জাবের বাসিন্দা অবৈধ অভিবাসীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। তবে হরিয়ানা এবং গুজরাতের বাসিন্দাদের সংখ্যা আরও বেশি। মোট তিন দফায় ৩৩২ জনকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। অনুমান করা হচ্ছে আগামী সপ্তাহে আরও কয়েক দফায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে।
কেন আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে আসা বিমানগুলিকে পঞ্জাবে অবতরণ করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান। তার প্রশ্ন, ‘কেন অবৈঅভিবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা বিমান শুধু পঞ্জাবেই নামছে? কেন দেশের রাজধানী দিল্লিতে যাচ্ছে না মার্কিন বিমান? মানের দাবি, এটি আসলে একটি ‘চক্রান্ত’।
তার অভিযোগ, সারা দেশের সামনে পাঞ্জাব এবং পাঞ্জাবিদের ছোট করার চক্রান্ত করা হচ্ছে। পাঞ্জাবে বিমানগুলো অবতরণ করিয়ে বার্তা দেওয়ার চেষ্টা চলছে, যেন শুধু পাঞ্জাবিরাই অবৈধ ভাবে আমেরিকায় যান।
তবে তৃতীয়বারে বিতর্ক উঠেছে পাঞ্জাবিদের পাগড়ি পড়তে না দেওযা নিয়ে। আকালি দল অভিযোগ করেছে, শিখ ধর্মের প্রতি অকমাননা করা হয়েছে। এজন্য জবাবদিহিতা চেয়েছে আকালি দলের নেতারা।
ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর গত ৫ ফেব্রুয়ারি ভারতে প্রথম দফায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়। ওই দিন ১০৪ জনকে নিয়ে অমৃতসরে আসে আমেরিকার সামরিক বিমান। তাতে পাঞ্জাব, গুজরাত এবং হরিয়ানার বাসিন্দাই বেশি ছিলেন। দ্বিতীয় দফায় শনিবার রাতে পৌঁছোনো বিমানটিতেও ১১৬ জনের মধ্যে ৬৫ জন ছিলেন পঞ্জাবের বাসিন্দা।
পাঠকের মতামত
মোদী নিজেকে ট্রাম্পের বন্ধু বলে প্রচার করে, আসলে বন্ধুত্ব দিয়ে আমেরিকার চলে না !! আমেরিকা চলে তাদের নিজস্ব নীতিতে!! প্রেসিডেন্ট যেই হোক নীতি এক!!