ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) এর ১২তম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

(২ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১১:৪২ পূর্বাহ্ন

mzamin

বেসরকারি এভিয়েশন মালিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) এর ১২তম বার্ষিক সাধারণ সভা ২২শে ফেব্রুয়ারী, ২০২৫ স্যামসন সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এওএবি এর সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভায় সভাপত্বিত করেন। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পরে, নির্বাচনোত্তর নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয় যথাক্রমেঃ সভাপতি পদে স্কয়ার এয়ার লিমিটেডের অঞ্জন চৌধুরী, মহাসচিব পদে নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, সহ সভাপতি-১ পদে মেঘনা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল, সহ সভাপতি-২ পদে ইউ এস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কোষাদক্ষ পদে ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, যুগ্ম সচিব পদে ব্লু ফ্লাইং একাডেমী লিমিটেডের আব্দুল্লাহ আল জহির স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেডের রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক পদে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ  আরিফুর রহমান, এছারাও সদস্য পদে সাউথ এশিয়ান এয়ারলাইন্স  লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, বসুন্ধরা এয়ার ওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, বিআরবি এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমী লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। 

সভায় উপস্থিত ছিলেন মফিজুর রহমান, জেড মাহমুদ মামুন, খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, এছাড়াও বসুন্ধরা এয়ার ওয়েস এর প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা জে এম মোস্তাফিজুর রহমান, বেক্সিমকো এভিয়েশন এর প্রধান পরিচালন কর্মকর্তা  গুলজার হোসেইন সহ আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ। 
সভাপতি বলেন বর্তমানে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মহাসচিব আরো বলেন জেট ফুয়েলের দাম, কাস্টমস জটিলতা ও সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এবং সারচার্জের ফলে এ খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে।

সভায় উপস্থিত সদস্যগণ বলেন, এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন বেসামরিক বিমান পরবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন সহ বিভিন্ন সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status