ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

১,০০০ প্রশিক্ষণ প্রাপ্ত কেয়ারগিভার তৈরী করবে ইউসেপ ও মেটলাইফ ফাউন্ডেশন

(১ মাস আগে) ১ মার্চ ২০২৫, শনিবার, ৪:৩১ অপরাহ্ন

mzamin

বাংলাদেশে এক হাজার কেয়ারগিভার-এর জন্য প্রশিক্ষণ ও সনদ দিতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে ইউসেপ বাংলদেশ ও মেটলাইফ ফাউন্ডেশন।  দেশের তরুণ জনগোষ্ঠী সহ সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তি ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক বাজারে কেয়ারগিভার হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে ‘আপনজন’ নামের এই উদ্যোগ। 
বার্ধক্য, অসুস্থতা, আঘাত বা কোন প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিকে স্বল্প ও দীর্ঘমেয়াদে সহযোগিতা করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেয়ারগিভাররা। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭৩ বছর অতিক্রম করেছে যার ফলে বৃদ্ধ বা অসুস্থ জনগোষ্ঠীর যত্ন ও পরিচর্চার জন্য দক্ষ কেয়ারগিভারদের  বিপুল চাহিদা তৈরি হচ্ছে।
‘আপনজন’ উদ্যোগের মাধ্যমে কেয়ারগিভাররা বাংলাদেশ সরকারের আওতাধীন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) কর্তৃক ইস্যুকৃত পেশাদার সনদ অর্জন করবেন। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে এই সনদের স্বীকৃতি রয়েছে, ফলে এখন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ারগিভাররা হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পরিচর্যাকারী হিসেবে কাজ করতে পারবেন। পাশাপাশি, কেয়ারগিভাররা বৈশ্বিক চাহিদা পূরণের মাধ্যমে দেশে প্রবাসী আয় আনার ব্যাপক সুযোগ তৈরী করতে পারবেন। 
এ বিষয়ে ইউসেপ বোর্ড অব গভর্নরসের তৎকালীন চেয়ারপার্সন ড: মোহাম্মদ আলাউদ্দিন  বলন, “ইউসেপ সবসময় সুবিধাবঞ্চিত মানুষের সক্ষমতা বাড়াতে কাজ করে যাচ্ছে। বয়স্ক জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার প্রয়োজন বৃদ্ধির চাহিদা মেটাতে কেয়ারগিভার খাতটির পরিধি বাড়াতে হলে আমাদের দক্ষ জনশক্তির চাহিদা পূরণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।” 
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, "কার্যকরভাবে বাংলাদেশের সামাজিক উন্নয়নে অবদান  রাখতে পারে এমন উদ্যোগ নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের সেবায় এবং জরুরি প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেয়ারগিভাররা। মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশে দক্ষ কেয়ারগিভার তৈরির জন্য এটি একটি সম্ভাবনাময় উদ্যোগ।" 
(বিজ্ঞপ্তি)

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status