ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

ভারত

কলকাতায় মস্তকহীন দেহ টুকরো করে ট্রলিতে লোপাটের চেষ্টা, ছক বানচাল

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে

(১ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

খাস কলকাতায় হাড়হিম করা ঘটনা। উদ্ধার হলো ট্রলিব্যাগ বন্দি তিন টুকরো করা মস্তকহীন দেহ। তাও আবার তা টেনে আনছিলেন দুই নারী। মঙ্গলবার সাতসকালে এই ঘটনা ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল উত্তর কলকাতার আহিরিটোলা ঘাট চত্বর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে আহিরিটোলা ঘাটের কাছে থাকা মানুষজনের চোখে পড়ে, একটি ট্যাক্সি থেকে দুই নারী নামেন ঘাটের কাছে। তাঁদের দুজনেরই মুখ মাস্কে ঢাকা ছিল। তাদের সঙ্গে ছিল একটি সুটকেস। সেই সুটকেসটি গঙ্গার জলে ফেলে দেয়ার সময়েই স্থানীয়রা আটকান তাদের। জিজ্ঞাসাবাদ করায় তারা জানান, সুটকেসে কুকুরের মৃতদেহ আছে। তা তারা ভাসাতে এসেছেন। কিন্তু তাতে সন্দেহ হয় স্থানীয় মানুষজনের। 

খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে দুই নারীকে আটক করে। এরপর সুটকেস খুলে দেখা যায়, তাতে এক নারীর হীন তিন টুকরো দেহ রয়েছে! ইতিমধ্যেই পচন ধরেছে দেহতে। ২ নারীকে  আটক করে প্রিজনভ্যানে তোলা হয়। সকাল সকাল খাস কলকাতায় এভাবে দেহ লোপাটের চেষ্টা দেখে রীতিমতো তাজ্জব সকলে। ওই ২ নারীর উপর জনরোষ আছড়ে পড়ে। রণক্ষেত্র হয়ে ওঠে আহিরিটোলা ঘাট চত্বর। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আটকরা হলেন ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ। তাদের কাছ থেকে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনার কাজীপাড়া থেকে কলকাতার পার্ক সার্কাস পর্যন্ত ট্রেনে আসার টিকিট কাটা হয়েছিল মঙ্গলবার। মনে করা হচ্ছে, ওই ট্রলিব্যাগ নিয়েই ট্রেনে ওঠেন তারা। 

আরও জানা গিয়েছে যে, মৃত নারীর নাম সুমিতা ঘোষ, তিনি সম্পর্কে ফাল্গুনী ঘোষের পিসিশাশুড়ি। তাঁর দেহই কেটে টুকরো করে ট্রলিতে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। তবে কী কারণে খুন করা হল ওই সুমিতা ঘোষকে, তা তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে যে, মধ্যমগ্রামে একটি ভাড়া বাড়িতেই ওই ঘটনাটি ঘটে। সেখানেই থাকতেন ফাল্গুনী এবং আরতী ঘোষ। জয়েন্ট সিপি ক্রাইম রুপেশ কুমার জানিয়েছেন, সুমিতা ঘোষকে খুন করা হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status