ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

ভারত

বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার আবেদন সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ ভারতের সুপ্রিম কোর্টে

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৩:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নিপীড়নের একাধিক অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে ভারত সরকারকে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্ট দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছে ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ। প্রধান বিচারপতি জানান, আদালত কীভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারে। আদালতের পক্ষে এই ধরনের বিষয়ে হস্তক্ষেপ করা ‘অত্যন্ত অদ্ভুত’ হবে বলেও অভিমত ডিভিশন বেঞ্চের ।

আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘লাইভ ল’ অনুসারে প্রধান বিচারপতি খন্না বলেন, ‘এটি অন্য দেশের বিষয়। এই আদালত (সুপ্রিম কোর্ট) কীভাবে অন্য দেশের বিষয়ে মন্তব্য করতে পারে? অন্য দেশের কোনও বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের পক্ষে খুব অদ্ভুত হবে, বিশেষ করে যখন সেটি একটি প্রতিবেশী রাষ্ট্র।’

আবেদনে নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ এর অধীনে ‘কাট-অফ ডেট’ বাড়ানোরও দাবি করা হয়েছে, যাতে সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। জনস্বার্থ মামলায়, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে হিন্দু সংখ্যালঘুদের সাহায্য ও সহায়তা প্রদানের জন্য বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক- কে নির্দেশনা দেওয়ার আর্জিও জানানো হয়। 

অভিযোগ, ছাত্রদের বিশাল বিক্ষোভের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেদেশে হিন্দু সংখ্যালঘুরা সহিংসতা ও বৈষম্যের সম্মুখীন হচ্ছে। যদিও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবুও সহিংসতা অব্যাহত রয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ কর্তৃপক্ষ দাবি করছে যে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো অতিরঞ্জিত। এই বিষয়টি নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্কেরও টানাপোড়েন তৈরি করেছে। ভারত একাধিকবার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছে এবং ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

পাঠকের মতামত

ভারতে ধংস করে দিতে হবে

সোহাগ
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪২ অপরাহ্ন

মনে হচ্ছে বিবেক শুধু আদালতেই সীমাবদ্ধ

জনতার আদালত
২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫:৩৩ অপরাহ্ন

ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে সব ধর্ম এবং গোত্রের মানুষ ভারত থেকে অনেক সুখে শান্তিতে আছে ভারত যখন বাংলাদেশের সংখ্যা লুঘুর ব্যাপারে মনগড়া মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে তখন বাংলাদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীরা খুবই লজ্জা ও বিব্রত বোধ করেন। সুতরাং ভারতের বর্তমান শাসক বিজেপির উচিত বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহন করা কিভাবে সব ধর্ম এবং গোত্রের মানুষ একত্রে সহবস্থান করে।

Shahid Uddin
২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫:১১ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status