ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শরীর ও মন

দীর্ঘস্থায়ী প্রদাহজনক ত্বকের অবস্থা

ডা. জাহেদ পারভেজ বড়ভুঁইয়া
২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ব্রণ ইউনিভার্সা হলো দীর্ঘস্থায়ী প্রদাহজনক ত্বকের অবস্থা। এটি আবার অবরুদ্ধ চুলের ফলিকল, যা হাইড্রাডেনাইটিস সুপুরাটিভা বলা হয়। যে শ্যাফ্‌টগুলোর মাধ্যমে ত্বক থেকে চুল গজায় তা ব্লক হয়ে যায়। যার ফলে ব্রেকআউট বা পিম্পল বা ফোঁড়া হয়। বগল বা কুঁচকির মতো ত্বক যেখানে একসঙ্গে ঘষে সেখানে দেখা যায়।
লক্ষণ: অবরুদ্ধ চুলের ফলিকলগুলোর লক্ষণ বিভিন্ন ক্ষেত্রে পৃথক হয়। আক্রান্ত স্থানে পিম্পলের মতো বাম্প বা গভীর সিস্ট তৈরি হয়। একটি পি- লক্ষ্য করার আগে, ত্বকের এলাকায় সংবেদন অনুভব করবেন যেখানে পি-টি থাকে। ত্বকে ফোঁড়া, চুলকানি বা অত্যধিক ঘাম অনুভব হতে পারে। ব্ল্যাকহেডস সদৃশ ক্ষুদ্র কালো বাম্পের জোড়া দেখা যায়। অবরুদ্ধ চুলের ফলিকলগুলোর লক্ষণগুলো একটি পি-দিয়ে শুরু হয় যা ধীরে ধীরে বেদনাদায়ক হয়ে ওঠে। ফোলাভাব পি-গুলো বাড়তে এবং ফিউজ হওয়ার সঙ্গে তরল দিয়ে পূর্ণ হয়ে বেদনাদায়ক ফোঁড়া হয়ে যায়। যখন ফোঁড়া ভেঙে যায়, তখন রক্ত এবং পুঁজ নিঃসরণ করে। এই তরল দুর্গন্ধ সৃষ্টি করে। ফোঁড়া সহজে নিরাময় হয় না, বেশির ভাগই ফিরে আসে। এই অবস্থার পুনরাবৃত্তি ত্বকের নিচে ‘টানেল’ তৈরি করে এবং স্থায়ী দাগের দিকে নিয়ে যায়।
কারণ: মহিলারা পুরুষদের তুলনায় প্রায়শই অবরুদ্ধ চুলের ফলিকলে ভোগেন। হরমোনের কারণে সাধারণত বয়ঃসন্ধির পর এই অবস্থা আঘাত হানে। ব্রেকআউট মহিলাদের জন্য জ্বলতে পারে যখন তাদের পিরিয়ড হয় এবং গর্ভাবস্থায় এবং মেনোপজ শুরু হওয়ার পরে কম গুরুতর হয়। মহিলাদের ক্ষেত্রে, এই অবস্থাটি বেশির ভাগই যৌনাঙ্গে, উপরের উরুতে বা স্তনের নিচে হয়। পুরুষদের ক্ষেত্রে, এটি যৌনাঙ্গে এবং মলদ্বারের চারপাশে বেশি দেখা যায়। ১৮ থেকে ২৯ বছর বয়সী মহিলাদের মধ্যে অবরুদ্ধ চুলের ফলিকলগুলো বেশি দেখা যায়। ব্লক করা চুলের ফলিকলগুলোকে ট্রিগার করতে পারে এমন অন্য কারণগুলোর মধ্যে রয়েছে স্থূলতা, ধূমপান, তাপ, হরমোনের পরিবর্তন এবং ঘাম।
সার্জারি: চর্মরোগ বিশেষজ্ঞ রোগীকে অস্ত্রোপচারের পরামর্শ দিতে পারেন যদি এই অবস্থাটি ত্বকের নিচে প্রবেশ করে এবং ওষুধ ব্যবহার করে নিরাময় না করা যায়। অস্ত্রোপচারের মাধ্যমে পি-গুলো এবং তাদের চারপাশের ক্ষতিগ্রস্ত ত্বক অপসারণ করা হয়। আক্রান্ত এলাকা চামড়া গ্রাফ্‌ট দিয়ে সিল করা হয়। অস্ত্রোপচারের পরে, পি-গুলো একই জায়গায় পুনরায় ঘটবে না, তবে অন্যান্য জায়গায় ঘা হতে পারে।  লেজার থেরাপি হলো চুলের ফলিকলগুলোর জন্য সবচেয়ে কার্যকর অস্ত্রোপচার। সংক্রামিত চুলের ফলিকলগুলো ধ্বংস করতে এবং পি-গুলো অপসারণ করতে হালকা বা ঠাণ্ডা গ্যাসের রশ্মি ব্যবহার করা হয়।
লেখক: সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।
চেম্বার: ডা. জাহেদ’স হেয়ার অ্যান্ড স্কিনিক,
সাবামুন টাওয়ার বিল্ডিং (ষষ্ঠতলা), পান্থপথ মোড়, ঢাকা। ০১৭৩০৭১৬০৬০

 

 

শরীর ও মন থেকে আরও পড়ুন

আরও খবর

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status